পরমবীর চক্র (টিভি সিরিয়াল)
পরম বীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান, পরম বীর চক্র সাহসিকতার পুরস্কার বিজয়ীদের বাস্তব জীবনের চিত্রিত একটি ভারতীয় সিরিয়াল।
পরমবীর চক্র | |
---|---|
পরিচালক | চেতন আনন্দ কেতন আনন্দ |
অভিনয়ে | পুনিত ঈশ্বর কম্বলজিৎ সিং মীনা |
মূল দেশ | ভারত |
মৌসুমের সংখ্যা | ১ |
নির্মাণ | |
সম্পাদক | জেঠু মন্ডল |
ক্যামেরা সেটআপ | বিবেক আনন্দ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | ডিডি ন্যাশনাল |
মূল মুক্তির তারিখ | ১৯৮৮ |
সিরিয়ালটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক চেতন আনন্দ, যিনি এর আগে হাকীকাত ( ১৯৬৪ ) এবং হিন্দুস্তান কি কাসাম (১৯৭৩) এর মতো যুদ্ধ বিষয়ক চলচ্চিত্র তৈরি করেছিলেন। ১৯৮৮ সালে দূরদর্শন চ্যানেলে এটি প্রথম প্রচারিত হওয়ার পর, দর্শকদের কাছে খুব প্রশংসিত হয়েছিল । [১][২] সিরিজের প্রথম পর্বে পুরষ্কারের প্রথম প্রাপক, কুমায়ুন রেজিমেন্টের মেজর সোমনাথ শর্মা এর জীবনকে চিত্রায়িত করা হয়। [৩]
পর্বের তালিকা
সম্পাদনাউপাখ্যান | চিত্রনায়িকা অভিনেতা |
---|---|
মেজর সোম নাথ শর্মা | ফারুক শেখ |
ল্যান্স নায়েক করম সিং | কানওয়ালজিৎ সিং |
দ্বিতীয় লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে | সুনীল লাহরি |
নায়েক যদুনাথ সিং | পুনেত ইশার |
সংস্থা হাভিলদার মেজর পীরু সিং শেখাওয়াত | |
ক্যাপ্টেন গুরবচন সিং সালারিয়া | |
মেজর ধন সিং থাপা | ফোনসোক লাদাখি |
সুবেদার জোগিন্দর সিং | গুরুদাস মান |
মেজর শয়তান সিং | পঙ্কজ ধীর |
কোম্পানি কোয়ার্টার মাস্টার হাভিলদার আবদুল হামিদ | নাসিরউদ্দিন শাহ |
লেফটেন্যান্ট-কর্নেল আরদেশির বুর্জোরজি তারাপুর | |
ল্যান্স নায়েক আলবার্ট এক্কা | অন্নু কাপুর |
ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন | |
2 / লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল | |
মেজর হোশিয়ার সিং | |
নায়েব সুবেদার বানা সিং | |
মেজর রামস্বামী পরমেশ্বরন |
আরও দেখুন
সম্পাদনা- 7 আরসিআর (টিভি সিরিজ)
- সংবিধান (টিভি সিরিজ)
- সত্যমেব জয়তে (টিভি সিরিজ)
- প্রধানমন্ত্রী (টিভি সিরিজ)
- ভারতীয় ইতিহাস অবলম্বনে টেলিভিশন অনুষ্ঠানগুলি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Randor Guy। "Maker of innovative, meaningful movies"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৩।
- ↑ Ranjan Das Gupta (২২ ফেব্রু ২০১৪)। "Goldie commands respect even 10 years after death"। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৩।
- ↑ Madhu Jain (১৫ আগস্ট ১৯৯০)। "Mandi House hardsells Kashmir in its serial 'Gul Gulshan Gulfam'"। India Today। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পরমবীর চক্র (ইংরেজি)