পরমবীর চক্র (টিভি সিরিয়াল)

পরম বীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান, পরম বীর চক্র সাহসিকতার পুরস্কার বিজয়ীদের বাস্তব জীবনের চিত্রিত একটি ভারতীয় সিরিয়াল।

পরমবীর চক্র
পরিচালকচেতন আনন্দ
কেতন আনন্দ
অভিনয়েপুনিত ঈশ্বর
কম্বলজিৎ সিং
মীনা
মূল দেশভারত
মৌসুমের সংখ্যা
নির্মাণ
সম্পাদকজেঠু মন্ডল
ক্যামেরা সেটআপবিবেক আনন্দ
মুক্তি
মূল নেটওয়ার্কডিডি ন্যাশনাল
মূল মুক্তির তারিখ১৯৮৮

সিরিয়ালটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক চেতন আনন্দ, যিনি এর আগে হাকীকাত ( ১৯৬৪ ) এবং হিন্দুস্তান কি কাসাম (১৯৭৩) এর মতো যুদ্ধ বিষয়ক চলচ্চিত্র তৈরি করেছিলেন। ১৯৮৮ সালে দূরদর্শন চ্যানেলে এটি প্রথম প্রচারিত হওয়ার পর, দর্শকদের কাছে খুব প্রশংসিত হয়েছিল । [][] সিরিজের প্রথম পর্বে পুরষ্কারের প্রথম প্রাপক, কুমায়ুন রেজিমেন্টের মেজর সোমনাথ শর্মা এর জীবনকে চিত্রায়িত করা হয়। []

পর্বের তালিকা

সম্পাদনা
উপাখ্যান চিত্রনায়িকা অভিনেতা
মেজর সোম নাথ শর্মা ফারুক শেখ
ল্যান্স নায়েক করম সিং কানওয়ালজিৎ সিং
দ্বিতীয় লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে সুনীল লাহরি
নায়েক যদুনাথ সিং পুনেত ইশার
সংস্থা হাভিলদার মেজর পীরু সিং শেখাওয়াত
ক্যাপ্টেন গুরবচন সিং সালারিয়া
মেজর ধন সিং থাপা ফোনসোক লাদাখি
সুবেদার জোগিন্দর সিং গুরুদাস মান
মেজর শয়তান সিং পঙ্কজ ধীর
কোম্পানি কোয়ার্টার মাস্টার হাভিলদার আবদুল হামিদ নাসিরউদ্দিন শাহ
লেফটেন্যান্ট-কর্নেল আরদেশির বুর্জোরজি তারাপুর
ল্যান্স নায়েক আলবার্ট এক্কা অন্নু কাপুর
ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন
2 / লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল
মেজর হোশিয়ার সিং
নায়েব সুবেদার বানা সিং
মেজর রামস্বামী পরমেশ্বরন

আরও দেখুন

সম্পাদনা
  • 7 আরসিআর (টিভি সিরিজ)
  • সংবিধান (টিভি সিরিজ)
  • সত্যমেব জয়তে (টিভি সিরিজ)
  • প্রধানমন্ত্রী (টিভি সিরিজ)
  • ভারতীয় ইতিহাস অবলম্বনে টেলিভিশন অনুষ্ঠানগুলি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Randor Guy"Maker of innovative, meaningful movies"The Hindu। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৩ 
  2. Ranjan Das Gupta (২২ ফেব্রু ২০১৪)। "Goldie commands respect even 10 years after death"। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৩ 
  3. Madhu Jain (১৫ আগস্ট ১৯৯০)। "Mandi House hardsells Kashmir in its serial 'Gul Gulshan Gulfam'"। India Today। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা