পবা বাংলাদেশের রাজশাহী জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন।

পবা
মেট্রোপলিটন থানা
পবা থানা
পবা বাংলাদেশ-এ অবস্থিত
পবা
পবা
বাংলাদেশে পবা থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৭′৩০″ উত্তর ৮৮°৩৬′৩৬″ পূর্ব / ২৪.৪৫৮২৭৮৬° উত্তর ৮৮.৬০৯৯২৯১° পূর্ব / 24.4582786; 88.6099291
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
শহররাজশাহী
প্রতিষ্ঠাকাল১৯৪৯
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬২১০

প্রতিষ্ঠাকাল

সম্পাদনা

১৯৪৯ খ্রিস্টাব্দে পবা থানা প্রতিষ্ঠিত হয়[১] এবং ২০১৮ সালের ১ মার্চ এ থানাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত করা হয়।[২]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

পবা থানার আওতাধীন রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:[৩]

পৌরসভা/ইউনিয়ন মৌজার নাম এলাকা/মহল্লার নাম
নওহাটা পৌরসভা

(১ থেকে ৬নং ওয়ার্ড)

মহানন্দাখালী মহানন্দাখালী (আংশিক)
নওহাটা নওহাটা (আংশিক)
টিকরিপাড়া টিকরিপাড়া
শ্রীপুর শ্রীপুর
পিল্লাপাড়া পিল্লাপাড়া
পুঠিয়াপাড়া পুঠিয়াপাড়া
মধুসূদনপাড়া মধুসূদনপাড়া
বরইকুড়ি বরইকুড়ি
মদনহাটি মদনহাটি
পালোপাড়া পালোপাড়া
আলাইবিদিরপুর আলাইবিদিরপুর
বাগসারা বাগসারা
তেঘর তেঘর
বাগধানী বাগধানী
চৌবাড়িয়া চৌবাড়িয়া
বসন্তপুর বসন্তপুর
দুয়ারি দুয়ারি (আংশিক)
কুমড়াপুকুর কুমড়াপুকুর
৭নং বড়গাছি ইউনিয়ন

(পবা উপজেলা)

আমগাছি আমগাছি, বেটকুড়ি, খান্দাকাটোরা
বড়গাছি বড়গাছি
চক গোয়ালদহ চক গোয়ালদহ
দাদপুর দাদপুর, বাগিচাপাড়া
গোয়ালদহ গোয়ালদহ
গোপালহাট গোপালহাট
হায়দার হায়দার
ইটাঘাটি ইটাঘাটি
জয়কৃষ্ণপুর জয়কৃষ্ণপুর, সোনাডাঙ্গা
তোজকান্দর তোজকান্দর, ছোট আমগাছি
কাঞ্চিপাড়া কাঞ্চিপাড়া
কানপাড়া কানপাড়া
মাধবপুর মাধবপুর
মাধাইপাড়া মাধাইপাড়া, কালুপাড়া
মথুরা মথুরা, নওদাপাড়া
নাগসার নাগসার
সবসার সবসার
শুভপুর শুভপুর
সূর্যপুর সূর্যপুর
তালগাছি তালগাছি
তেকাটাপাড়া তেকাটাপাড়া
৮নং পারিলা ইউনিয়ন

(পবা উপজেলা)

বজরাপুর বজরাপুর
ভগীরথপুর ভগীরথপুর
চক পারিলা চক পারিলা, কালাসান্দা পারিলা, কামার পারিলা
ঘোলহাড়িয়া ঘোলহাড়িয়া
সিরলিয়া সিরলিয়া
কাপাসমূল কাপাসমূল
কয়ড়া কয়ড়া
মারিয়া মারিয়া
ভাল্লুকপুকুর ভাল্লুকপুকুর
রামচন্দ্রপুর রামচন্দ্রপুর, ডাঙ্গীরপাড়া
সারাংপুর সারাংপুর
তেবাড়িয়া তেবাড়িয়া
পুরাপুকুর পুরাপুকুর (আংশিক)
কাঁঠালপাড়া কাঁঠালপাড়া

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পবা উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪ 
  2. "রাজশাহী নগর পুলিশের নতুন ৮ থানার কার্যক্রম শুরু ১ মার্চ"banglanews24.com। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪ 
  3. "রাজশাহী মেট্রোপলিটন পুলিশ"rmp.gov.bd। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা