পদ্মনাভ সিং

ভারতীয় পোলো খেলোয়াড়

পদ্মণাভ সিং (জন্ম ১২ জুলাই, ১৯৯৮) একজন পোলো খেলোয়াড় এবং রাজস্থানেজয়পুুর রাজ্যের মহারাজা।

পদ্মনাভ সিং
জন্ম১২ জুলাই,১৯৯৮
মাতৃশিক্ষায়তনমায়ো কলেজ
মিলফিল্ড স্কুল

ব্যক্তিগত জীবন সম্পাদনা

পদ্মাণভ ১৯৯৮ সালের ১২ই জুলাই জন্মগ্রহণ করেন। [১] তার একটি বোন এবং একটি ভাই আছে। [২] তার মা ভবানী সিংয়ের একমাত্র কন্যা দি য়া কুমারী এবং বাবা ভবানী সিংে

একজন কর্মচারী নরেন্দ্র সিং।।তাদের বিয়েকে রাজস্থানের জয়পুর রাজ্যের সাবেক রাজকীয় পরিবারের সদস্য এর সঙ্গে সামান্য কর্মচাারীর বিবাহ হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং এ নিয়ে নানা উত্তেজক ঘটনা ঘটেছিল। ভবানী সিং এই বিয়ের বিিিরুদ্ধে ছিলেন। তিনি ২০০২ সালে পদ্মনাভ সিংকে তার উত্তরাধিকারী হিসাবে গ্রহণ করেন। [৩]

২০১১ সালে ভবানী সিংয়ের মৃত্যুতে, পদ্মণাভ আনুষ্ঠানিকভাবে জয়পুরের মহারাজা রূপে অভিষিক্ত হন। যদিও কয়েক দশক আগেই রাজকীয় উপাধি আইনত ভাবে বিলুপ্ত করা হয়েছিল। [৩][৪][৫] আনুষ্ঠানিকভাবে ১৮ বছর বয়সে তিনি নিজের পারিবারিক সম্পত্তির উপর একছত্র দায়িত্ব লাভ করেন। [১]

পদ্মনাভ সিং আজমের মায়ো কলেজে [৫] এবং যুক্তরাজ্যের সমারসেটের মিলফিল্ড স্কুলে পড়াশোনা করেন [১] বর্তমানে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।

পোলো সম্পাদনা

তার পিতামহ ভবানী সিং এবং প্রপিতামহ দ্বিতীয় মান সিংের মতো পদ্মনাভ একজন সফল পোলো খেলোয়াড় ২০১৫ সালে তিনি ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক পোলো খেলতে শুরু করেছিলেন এবং গার্ডস পোলো ক্লাবের সদস্য ছিলেন। [৬] ২০১৭ সালে, তিনি হুর্লিংহাম পার্কের খেলায় ভারতীয় জাতীয় দলকে নেতৃত্ব দেন।। [৭][৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Parihar, Rohit (১২ জুলাই ২০১৬)। "City Palace in Jaipur celebrates Maharaja Padmanabh Singh's 18th birthday"India Today 
  2. "Padmanabh Singh: Carrying on royal love for polo"The South Asian Times। ১৫ সেপ্টেম্বর ২০১৫। ২০১৭-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১ 
  3. "The princess who could provide a royal touch to the BJP"Rediff। ১৬ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১ 
  4. 1. Ramusack, Barbara N. (২০০৪)। The Indian princes and their states। Cambridge University Press। পৃষ্ঠা 278। আইএসবিএন 978-0-521-26727-4। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১১ , "Through a constitutional amendment passed in 1971, Indira Gandhi stripped the princes of the titles, privy purses and regal privileges which her father's government had granted." (p 278). 2. Quote: "The princes of India – their number and variety reflecting to a large extent the chaos that had come to the country with the break up of the Mughal empire – had lost real power in the British time. Through generations of idle servitude they had grown to specialize only in style. A bogus, extinguishable glamour: in 1947, with Independence, they had lost their state, and Mrs. Gandhi in 1971 had, without much public outcry, abolished their privy purses and titles." (pp 37–38). 3. Quote: "Although the Indian states were alternately requested or forced into union with either India or Pakistan, the real death of princely India came when the Twenty-sixth Amendment Act (1971) abolished the princes' titles, privileges, and privy purses." (page 78). 4. Quote: "The third stage in the political evolution of the princes from rulers to citizens occurred in 1971, when the constitution ceased to recognize them as princes and their privy purses, titles, and special privileges were abolished." (page 84). 5. Quote: "Her success at the polls emboldened Mrs. Gandhi to act decisively against the princes. Through 1971, the two sides tried and failed to find a settlement. The princes were willing to forgo their privy purses, but hoped at least to save their titles. But with her overwhelming majority in Parliament, the prime minister had no need to compromise. On 2 December she introduced a bill to amend the constitution and abolish all princely privileges. It was passed in the Lok Sabha by 381 votes to six, and in the Rajya Sabha by 167 votes to seven. In her own speech, the prime minister invited 'the princes to join the elite of the modern age, the elite which earns respect by its talent, energy and contribution to human progress, all of which can only be done when we work together as equals without regarding anybody as of special status.' " (page 441). 6. Cheesman, David (১৯৯৭)। Landlord power and rural indebtedness in colonial Sind, 1865-1901। Routledge। পৃষ্ঠা 10–। আইএসবিএন 978-0-7007-0470-5। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১১  Quote: "The Indian princes survived the British Raj by only a few years. The Indian republic stripped them of their powers and then their titles." (page 10). 7. Quote: "Indian States: "Various (formerly) semi-independent areas in India ruled by native princes .... Under British rule ... administered by residents assisted by political agents. Titles and remaining privileges of princes abolished by Indian government 1971." (page 520). 8. Quote: "A monarchy is only as good as the reigning monarch: thus it is with the princely states. Once they seemed immutable, invincible. In 1971 they were "derecognized," their privileges, privy purses and titles all abolished at a stroke" (page 91)
  5. "Indian schoolboy, 12, crowned Maharaja"NEWS.com.au। ২৮ এপ্রিল ২০১১। ১০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১ 
  6. "The Polo Prince"Outlook Business। ১১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১ 
  7. "England polo to play India at Hurlingham"The Daily Telegraph। ৬ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১ 
  8. "England International"। Sportsgate International। ২০১৭-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০১