ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (সংক্ষেপে এনএফএল) বাংলাদেশের একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি ২০০১ সালের ৩০ জুলাই প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রধান শাখাসহ এর আরো দুটি শাখা রয়েছে, যার একটি ঢাকার পান্থপথে এবং অন্যটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত[৩]

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল২০০১ (2001)
সদরদপ্তরকনফিডেন্স সেন্টার, শাহজাদপুর, গুলশান-২, ঢাকা
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
  • আব্দুল মান্নান ভূঁইয়া (চেয়ারম্যান)[১]
  • শফিউদ্দিন এম নাসের (ব্যবস্থাপনা পরিচালক)[২]
ওয়েবসাইটnfl.com.bd

ইতিহাস সম্পাদনা

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড ২০০১ সালে গঠিত হয়ে আর্থিক সেবা দিয়ে আসছে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী[৪] ও দীন মোহাম্মদ ভূইয়া এটির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। এটির মোট পরিশোধিত মূলধন ১৩২.২৬ কোটি টাকা।

পরিচালনা সম্পাদনা

প্রতিষ্ঠানটি ১০ সদস্যের একটি পরিচালনা পর্ষদ ও ৫ সদস্যের পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া[৫] এবং ভাইস-চেয়ারম্যান এনামুল হক খান। প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসের।[৬]

আর্থিক সেবাসমূহ সম্পাদনা

লোন প্রোডাক্টস সম্পাদনা

লিজ ফাইন্যান্স সম্পাদনা

এনএফএল কর্পোরেট, মাঝারি, ক্ষুদ্র ও ভোক্তাদের গ্রাহকদের লিজ ফাইন্যান্স সুবিধা প্রদান করে। লিজ ফাইন্যান্স সম্পদ ভিত্তিক অর্থায়ন।

মেয়াদী বিনিয়োগ সম্পাদনা

এনএফএল দীর্ঘমেয়াদি তহবিল প্রয়োজন পূরণের জন্য মেয়াদী ঋণ সুবিধা প্রদান করে। টার্ম লোন বা মেয়াদী বিনিয়োগ বিভিন্ন নিয়মিত পুঁজি / নির্দিষ্ট ব্যয় যেমন উৎপাদন লাইনের ভারসাম্য, উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ ইত্যাদি পূরণে প্রদান করা হয়।

সল্প মেয়দী বিনিয়োগ সম্পাদনা

এনএফএল স্বল্পমেয়াদী অর্থায়ন প্রদান করে।

ডিপোজিট প্রোডাক্টস সম্পাদনা

মেয়াদি ডিপোজিট সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড"দৈনিক ইত্তেফাক। ১০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯ 
  2. "ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ ফ ম বরকতউল্লাহ"দৈনিক কালের কণ্ঠ। ৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯ 
  3. "National Finance Limited"www.nfl.bd.com। সংগ্রহের তারিখ এপ্রিল ৫, ২০১৯ 
  4. "Kabir Chowdhury | The University Press Limited"www.uplbooks.com। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৯ 
  5. "National Finance Ltd"nfl.com.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৯ 
  6. "ন্যাশনাল ফাইন্যান্সের নতুন এমডি"দৈনিক যুগান্তর। ৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা