ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স
ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত[১] গার্হস্থ্য কলেজগুলোর মধ্যে অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাদানকল্প এই কলেজটি বেসরকারি কিন্ত ব্যক্তি মালিকানাধীন নয়। কলেজটি সরকারী অনুদান প্রাপ্ত এম,পি.ও. ভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত গভর্নিং বডি দ্বারা কলেজটি পরিচালিত। [২]
ধরন | বেসরকারী |
---|---|
স্থাপিত | ১৯৯৮ |
অবস্থান | , ২৩°৪৫′২৩″ উত্তর ৯০°২২′১১″ পূর্ব / ২৩.৭৫৬৩৩৫° উত্তর ৯০.৩৬৯৮৩৪° পূর্ব |
শিক্ষাঙ্গন | ৩/৯-বি, ব্লক# বি, লালমাটিয়া, ঢাকা- ১২০৭ |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | http://www.nationalche.com |
কোর্স
সম্পাদনাবি.এসসি (সম্মান) ৪ বছরের কোর্স এম.এসসি ১ বছরে কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সার্বিক তত্ত্বাবধানে সিলেবাস প্রণয়ন করা হয় এবং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বার্ষিক পরীক্ষাগুলো কার্জন হল এ অনুষ্ঠিত হয়।
বিভাগ
সম্পাদনা- খাদ্য ও পুষ্টিবিজ্ঞান
- গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন
- শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক
- ব্যবহারিক শিল্পকলা
- বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প
ভর্তি
সম্পাদনাঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে এই কলেজে ভর্তি হওয়া যায়। আসন সংখ্যা ৫৫০ টি।
ক্যাম্পাস
সম্পাদনাঠিকানা: ৩/৯-বি, ব্লক# বি, লালমাটিয়া, ঢাকা- ১২০৭ অবস্থান: আসাদগেট আড়ং শাখা ভবনের উত্তর পাশের রাস্তা দিয়ে ২০০ গজ পশ্চিমে এগিয়ে হাতের বামে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।