নৌবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা)

কমান্ডার অব দ্য নেভি হচ্ছে শ্রীলঙ্কা নৌবাহিনীর সর্বোচ্চ নিয়োগ। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার পদটি রাজকীয় নৌবাহিনীর ফার্স্ট সি লর্ড এবং মার্কিন নৌবাহিনীর চীফ অব নেভাল অপারেশন্স পদের সমান।

শ্রীলঙ্কা নৌবাহিনীর কমান্ডার
ශ්‍රී ලංකා නාවික හමුදාපති
দায়িত্ব
ভাইস অ্যাডমিরাল প্রিয়ান্থা পেরেরা

১৯ ডিসেম্বর ২০২২ থেকে
 শ্রীলঙ্কা নৌবাহিনী
সংক্ষেপেসিঅবএন
এর সদস্যজাতীয় প্রতিরক্ষা কাউন্সিল (শ্রীলঙ্কা)
যার কাছে জবাবদিহি করেপ্রতিরক্ষা মন্ত্রী
প্রতিরক্ষা বাহিনী প্রধান
আসননৌবাহিনী সদর দপ্তর, এসএলএনএস পরাক্রম, ফ্ল্যাগস্টাফ স্ট্রিট, কলম্বো ১
নিয়োগকর্তাশ্রীলঙ্কার রাষ্ট্রপতি
মেয়াদকালনির্দিষ্ট কোনো মেয়াদ নেই
গঠনের দলিলনেভি অ্যাক্ট (৩৫৮ নং অধ্যায়)
গঠন১ ফেব্রুয়ারি ১৯৩৮; ৮৬ বছর আগে (1938-02-01)
কমান্ডার অব দ্য সিলন নেভাল ডিফেন্স ফোর্স
প্রথমক্যাপ্টেন ডব্লিউ. জি. বিচআম্প
(সিএনভিএফ কমান্ডার হিসেবে)
ডেপুটিচীফ অব স্টাফ অব দ্য শ্রীলঙ্কা নেভি

ইতিহাস সম্পাদনা

১৯৫০ সালের ৯ ডিসেম্বর ক্যাপ্টেন অব দ্য রয়্যাল সিলন নেভি নামের একটি পদ তৈরি হয়।[১] ১৯৭২ সালে সিলনের নাম শ্রীলঙ্কা হয়ে গেলে সিলন নেভির নাম শ্রীলঙ্কা নৌবাহিনী হয়ে যায় এবং 'ক্যাপ্টেন অব দ্য নেভি' কমান্ডার অব দ্য নেভি নামে রূপান্তরিত হয়।[২]

কমান্ডারদের তালিকা (রয়্যাল সিলন নেভির কমান্ডার সহ) সম্পাদনা

নং ছবি পদবী নাম মেয়াদ শুরু মেয়াদ শেষ পদক
সিলন নেভাল ভলান্টিয়ার ফোর্স (১৯৩৮-১৯৫০)
ক্যাপ্টেন ডব্লিউ. জি. বিচআম্প ১ ফেব্রুয়ারি ১৯৩৮ ৩১ মার্চ ১৯৪৬ ভিআরডি, সিবিই
কমান্ডার রয়সে ডে মেল ১৯৪৬ ১৯৫০ ওবিই
রয়্যাল সিলন নেভি (১৯৫০-১৯৭২)
ক্যাপ্টেন ডব্লিউ. ই. ব্যাংকস ২ ডিসেম্বর ১৯৫০ ২৫ নভেম্বর ১৯৫১ সিবিই, ডিএসসি
ক্যাপ্টেন জে. আর. এস. ব্রাউন ২৬ নভেম্বর ১৯৫১ ১৪ জুন ১৯৫৩
কমোডোর পি. এম. বি. চাভাসে ১৫ জুন ১৯৫৩ ৭ নভেম্বর ১৯৫৫ ডিএসসি
রিয়ার অ্যাডমিরাল রয়সে ডে মেল ১৫ আগস্ট ১৯৫৫ ১৫ নভেম্বর ১৯৬০ ওবিই, এডিসি
রিয়ার অ্যাডমিরাল রজন কাদিরাগামার ১৬ নভেম্বর ১৯৬০ ১ জুলাই ১৯৭০ এমভিও, এডিসি
রিয়ার অ্যাডমিরাল ডি. ভি. হান্টার ২ জুলাই ১৯৭০ ২২ মে ১৯৭২
শ্রীলঙ্কা নৌবাহিনী (১৯৭২ - বর্তমান)
রিয়ার অ্যাডমিরাল ডি. ভি. হান্টার ২২ মে ১৯৭২ ৩১ মার্চ ১৯৭৩
রিয়ার অ্যাডমিরাল বাসিল গুনাসেকারা ১ এপ্রিল ১৯৭৩ ৩১ মে ১৯৭৯
রিয়ার অ্যাডমিরাল হেনরি পেরেরা ১ জুন ১৯৭৯ ৩১ মে ১৯৮৩ ভিএসভি
রিয়ার অ্যাডমিরাল আসোকা ডি সিলভা ১ জুন ১৯৮৩ ৩১ অক্টোবর ১৯৮৬ ভিএসভি
১০ ভাইস অ্যাডমিরাল এইচ. এ. সিলভা ১ নভেম্বর ১৯৮৬ ৩১ অক্টোবর ১৯৯১ ভিএসভি
১১ ভাইস অ্যাডমিরাল ক্ল্যান্সি ফার্নান্দো ১ নভেম্বর ১৯৯১ ১৬ নভেম্বর ১৯৯২ ভিএসভি
১২ ভাইস অ্যাডমিরাল ডি. এ. এম. আর. সামারাসেকারা ১৬ নভেম্বর ১৯৯২ ২৭ নভেম্বর ১৯৯৭ ভিএসভি, ইউএসপি
১৩ ভাইস অ্যাডমিরাল এইচ. সি. এ. সি. থিসেরা ২৮ জানুয়ারী ১৯৯৭ ৩১ ডিসেম্বর ২০০০ ভিএসভি, ইউএসপি
১৪ ভাইস অ্যাডমিরাল দয়া সান্দাগিরি ১ জানুয়ারী ২০০১ ৩১ আগস্ট ২০০৫ ভিএসভি, ইউএসপি
১৫   ভাইস অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদা ১ সেপ্টেম্বর ২০০৫ ১৫ জুলাই ২০০৯ আরএসপি, ইউএসপি, ভিএসভি
১৬   ভাইস অ্যাডমিরাল থিসারা সামারাসিংহে ১৫ জুলাই ২০০৯ ১৫ জানুয়ারী ২০১১ আরএসপি, ইউএসপি, ভিএসভি
১৭ ভাইস অ্যাডমিরাল ডি. ডব্লিউ. এ. এস. দিসানায়েকে ১৫ জানুয়ারী ২০১১ ২৭ সেপ্টেম্বর ২০১২ ডব্লিউভি, আরএসপি, ইউএসপি, ভিএসভি
১৮ ভাইস অ্যাডমিরাল জয়নাথ কলোম্বেজ ২৭ সেপ্টেম্বর ২০১২ ৩০ জুন ২০১৪ আরএসপি, ইউএসপি, ভিএসভি
১৯ ভাইস অ্যাডমিরাল জয়ন্ত পেরেরা ১ জুলাই ২০১৪ ১০ জুলাই ২০১৫ আরডব্লিউপি, ইউএসপি, ভিএসভি
২০   ভাইস অ্যাডমিরাল রবীন্দ্র উইজেগুনারত্নে ১১ জুলাই ২০১৫ ২১ আগস্ট ২০১৭ ডব্লিউভি, আরডব্লিউপি, আরএসপি, ইউএসপি, ভিএসভি
২১   ভাইস অ্যাডমিরাল ট্রাভিস সিন্নিয়াহ ২২ আগস্ট ২০১৭ ২৬ অক্টোবর ২০১৭ ডব্লিউডব্লিউভি, আরডব্লিউপি আরএসপি, ইউএসপি, ভিএসভি
২২   ভাইস অ্যাডমিরাল সিরিমেভান রানাসিংহে ২৬ অক্টোবর ২০১৭ ৩১ ডিসেম্বর ২০১৮ আরডব্লিউপি, আরএসপি, ভিএসভি
২৩   ভাইস অ্যাডমিরাল পিয়াল ডি সিলভা ১ জানুয়ারী ২০১৯ ১৪ জুলাই ২০২০ ডব্লিউডব্লিউভি, আরডব্লিউপি, আরএসপি, ইউএসপি, ভিএসভি
24   ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেতেন্নে ১৫ জুলাই ২০২০ ১৮ ডিসেম্বর ২০২২ আরএসপি এবং বার, ভিএসভি, ইউএসপি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Navy Act"Srilankalaw.lk। Blackhall Publishing। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭ 
  2. "Navy (Amendment) Law (No. 33 of 1976) - Sect 3"ComonLII.com। Commonwealth Legal Information Institute। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৭