নোড.জেএস
Node.js হচ্ছে একটি ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফর্ম, জাভাস্ক্রিপ্ট রান-টাইম এনভাইরোনমেন্ট যা ব্রাউজারের বাইরে টার্মিনালে কম্পাইল করা হয়, এটি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং ও কমান্ড লাইন টুল এর জন্য ব্যাবহৃত হয়। এক্ষেত্রে ওয়েব সাইট লোড হওয়ার আগে স্ক্রিপ্ট সার্ভার সাইড এর কম্পিউটারে রান হয় ও ডাইনামিকভাবে ওয়েব পেজ লোড করে। এভাবে ক্লায়েন্ট ও সার্ভার উভয় সাইডেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার মাধ্যমে Node.js "সর্বত্রই জাভাস্ক্রিপ্ট" প্যারাডিজম [৪] প্রকাশ করে।
মূল উদ্ভাবক | Ryan Dahl |
---|---|
উন্নয়নকারী | Joyent |
প্রাথমিক সংস্করণ | ২৭ মে ২০০৯[১] |
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | C, C++, JavaScript |
অপারেটিং সিস্টেম | Linux, macOS, Microsoft Windows, SmartOS, FreeBSD, IBM AIX[২] |
ধরন | Run-time environment |
লাইসেন্স | MIT[৩] |
ওয়েবসাইট | https://nodejs.org |
ইতিহাস
সম্পাদনারায়ান ডাহল ২০১১ সালে প্রথম নোড.জেএস সবার সামনে প্রকাশ করেন। জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান করার জন্য সবচেয়ে জনপ্রিয় ইঞ্জিন হলো ক্রোম এর V8 ইঞ্জিন।[৫]যেহেতু V8 ইঞ্জিনটি সবার জন্য মুক্ত ছিলো, তাই ২০০৯ সালে তিনি প্রথম এটিকে ক্রোম থেকে বের করে নিয়ে আসেন, এবং বেশ কিছু কোড পরিবর্তন করে এটিকে কম্পিউটারে সরাসরি ব্যবহারের উপযোগী করে তোলেন। এবং আগে জাভাস্ক্রিপ্ট এইচ.টি.এম.এল ছাড়া ব্রাউজারে রান করতে পারতো না। কিন্তু নোড.জেএস নিজে নিজে রান হতে পারে।[৬]
সংস্করণ
সম্পাদনারিলিজ | কোড নাম | মুক্তির তারিখ | LTS | সক্রিয় LTS শুরু | রক্ষণাবেক্ষণ শুরু | রক্ষণাবেক্ষণ শেষ |
---|---|---|---|---|---|---|
v0.10.x | 2013-03-11 | End-of-life | - | 2015-10-01 | 2016-10-31 | |
v0.12.x | 2015-02-06 | End-of-life | - | 2016-04-01 | 2016-12-31 | |
4.x | Argon | 2015-09-08 | End-of-life | 2015-10-01 | 2017-04-01 | 2018-04-30 |
5.x | 2015-10-29 | কোন LTS | N/A | 2016-06-30 | ||
6.x | Boron | 2016-04-26 | Maintenance | 2016-10-18 | 2018-04-30 | এপ্রিল 2019 |
7.x | 2016-10-25 | কোন LTS | N/A | 2017-06-30 | ||
8.x | Carbon | 2017-05-30 | Active | 2017-10-31 | এপ্রিল 2019 | ডিসেম্বর 2019 |
9.x | 2017-10-01 | কোন LTS | N/A | জুন 2018 | ||
10.x | Dubnium | 2018-04-24 | Active | অক্টোবর 2018 | এপ্রিল 2020 | এপ্রিল 2021 |
11.x | 2018-10-23 | কোন LTS | N/A | জুন 2019 | ||
12.x | Active LTS | Erbium | 2019-04-23 | 2019-10-22 | 2021-04-01 | 2022-04-01 |
13.x | Current | 2019-10-22 | N/A | 2020-06-01 | ||
14.x | Pending | Fermium | 2020-04-21 | 2020-10-20 | 2021-10-20 | 2023-04-30 |
প্রযুক্তিগত বিবরণ
সম্পাদনানোড জেএস কে জাভাস্ক্রিপ্ট এর রান টাইম ইনভাইরনমেন্ট বলা হয় ।
কোডের উদাহরণ
সম্পাদনানোড.জেএস টার্মিনালে REPL প্রযুক্তি ব্যবহার করে বা ফাইল ইন্টারপ্রেট করে কোড রান করা যায়। টার্মিনালে (UTF-16) এ স্টান্ডার্ড আউটপুটের উদাহরণ
console.log("স্বাগতম");
স্বাগতম
নোড.জেএস ব্যবহার করে লোকাল HTTP সার্ভার তৈরী
const http = require('http');
const port = 8000;
http.createServer( function (request, response) {
response.writeHead(200, {'Content-Type': 'text/plain'});
response.end('Hello World!');
} ).listen(port);
console.log(`Server running at http://localhost:${port}/`);
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "node-v0.x-archive on GitHub"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ https://github.com/nodejs/node/blob/master/BUILDING.md
- ↑ "node/LICENSE at master"। GitHub। Node.js Foundation। ১২ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- ↑ https://www.ibm.com/developerworks/community/blogs/gcuomo/entry/javascript_everywhere_and_the_three_amigos?lang=en
- ↑ "The V8 JavaScript Engine"। nodejs.dev। Archived from the original on ১৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২।
- ↑ "A brief history of Node.js"। nodejs.dev। Archived from the original on ১৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২।
আরও পড়ুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |