নটোকর্ড

একটি নরম, নমনীয়, অখণ্ডায়িত, দণ্ডাকার অঙ্গ যা কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণতে থাকে।
(নোটোকর্ড থেকে পুনর্নির্দেশিত)

নটোকর্ড হলো একটা নরম, নমনীয়, অখণ্ডায়িত, দণ্ডাকার অঙ্গ। এটি মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রুণীয় অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ড শুধুমাত্র ভ্রুণীয় অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়।

ট্যাডপোল(ইউরোকর্ডাটা) লার্ভার লেজের সমগ্র দৈর্ঘ্য ব্যাপী নটোকর্ড বিস্তৃত থাকে ।

সেফালোকর্ডাটা উপপর্বের সারাজীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তথ্যসূত্র সম্পাদনা