নেপাল রাষ্ট্র ব্যাংক
নেপাল রাষ্ট্র ব্যাংক নেপালের কেন্দ্রীয় ব্যাংক। এটি ১৯৫৬ সালের ২৬ এপ্রিল (নেপালি তারিখ: ১৪ই বৈশাখ, ২০১৩ বিক্রম সংবৎ) প্রতিষ্ঠিত হয়। নেপাল রাষ্ট্র ব্যাংক আইন-১৯৫৫ এর অধীনে অর্থ-নীতিমালা নিয়ন্ত্রণ ও দেশজ আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষা করতে নেপাল রাষ্ট্র ব্যাংককে নেপালের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে গঠন করা হয়।[১][২] নেপালের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে এটি সমস্ত বাণিজ্যিক ব্যাংকের আর্থিক পর্যবেক্ষক ও পরামর্শদাতা। নেপাল রাষ্ট্র ব্যাংক নেপালের সর্বোচ্চ অর্থনৈতিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।[৩][৪] এটি নেপালের বাণিজ্যিক ব্যাংকগুলির তদারকি করে, দিকনির্দেশনা দেয় এবং আর্থিক নীতিমালা প্রণয়ন করে। নেপাল রাষ্ট্র ব্যাংক বৈদেশিক মুদ্রার হার এবং দেশের বৈদেশিক মুদ্রার মজুদ পর্যবেক্ষণ করে। সাংবিধানিকভাবে ব্যাংকটি নেপাল স্টক এক্সচেঞ্জের অন্যতম প্রধান মালিক।[৫]
প্রধান কার্যালয় | বালুওয়াতার, কাঠমুন্ডু |
---|---|
প্রতিষ্ঠিত | ২৬শে এপ্রিল, ১৯৫৬ (১৪ই বৈশাখ, ২০১৩) |
মালিকানা | নেপাল সরকার |
গভর্ণর | চিরঞ্জীবী নেপাল |
এর কেন্দ্রীয় ব্যাংক | নেপাল |
মুদ্রা | নেপালি রূপি NPR (আইএসও ৪২১৭) |
ওয়েবসাইট | nrb |
বিস্তারিত
সম্পাদনানেপাল রাষ্ট্র ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সক্রিয় সদস্য। নেপাল রাষ্ট্র ব্যাংকের প্রধান কার্যালয়টি কাঠমান্ডুর বালুওয়াতারে অবস্থিত। তবে এই ব্যাংকের মোট সাতটি জেলা কার্যালয় রয়েছে।[৬] এগুলো হল-
প্রাক্তন গভর্নর
সম্পাদনা১ | হিমালয় শমসের জেবি রানা | ২৬শে এপ্রিল, ১৯৫৬- ৭ই ফেব্রুয়ারি, ১৯৬১ |
২ | লক্ষ্মী নাথ গৌতম | 8ই ফেব্রুয়ারি, ১৯৬১- ১৭ই জুন, ১৯৬৫ |
৩ | প্রদুমা লাল রাজভান্ডারী | ১৮ই জুন, ১৯৬৫ - ১৩ই আগস্ট, ১৯৬৬ |
৪ | ডক্টর বেক বাহাদুর থাপা | ১৪ই আগস্ট, ১৯৬৬ - ২৬শে জুলাই, ১৯৬৭ |
৫ | ডক্টর যাদব প্রসাদ পান্ত | ২৪শে এপ্রিল, ১৯৬৮ - ২৮শে এপ্রিল, ১৯৭৩ |
৬ | কুল শেখর শর্মা | ২৯শে এপ্রিল, ১৯৭৩ - ১২ই ডিসেম্বর, ১৯৭৮ |
৭ | কল্যাণ বিক্রম অধিকারী | ১৩ই জুন, ১৯৭৯ - ৮ই ডিসেম্বর, ১৯৮৪ |
৮ | গণেশ বাহাদুর থাপা | ২৫শে মার্চ, ১৯৮৫ - ২২শে মে, ১৯৯০ |
৯ | হরি শঙ্কর ত্রিপাঠি | ১০ই আগস্ট, ১৯৯০ - ১৭ই জানুয়ারী, ১৯৯৫ |
১০ | সত্যেন্দ্র পিয়ারা শ্রেষ্ঠ | ১৮ই জানুয়ারী, ১৯৯৫ - ১৭ই জানুয়ারী, ২০০০ |
১১ | ডক্টর তিলক বাহাদুর রাওয়াল | ১৮ই জানুয়ারী, ২০০০ - ১৭ই জানুয়ারী, ২০০৫ |
১২ | দ্বীপেন্দ্র পুরুষ ধাকাল | ২৯শে আগস্ট, ২০০০ - ২৭শে এপ্রিল, ২০০১ |
১৩ | বিজয়া নাথ ভট্টরাই | ৩১শে জানুয়ারী, ২০০৫ - ৩০শে জানুয়ারী, ২০১০ |
১৪ | দেপেন্দ্র বাহাদুর ক্ষেত্রী | ১৫ই জানুয়ারী, ২০০৯ - ২৬শে জুলাই, ২০০৯ |
১৫ | ডক্টর যুবরাজ খতিওয়াদা | ২২শে মার্চ, ২০১০ - ১৯শে মার্চ, ২০১৫ |
১৬ | ডক্টর চিরঞ্জীবী নেপাল | ১৯শে মার্চ, ২০১৫ - বর্তমান |
বোর্ড কমিটি
সম্পাদনাব্যবস্থাপনা কমিটি
সম্পাদনাগভর্নর | চেয়ারম্যান |
ভারপ্রাপ্ত গভর্নর | সদস্য |
ভারপ্রাপ্ত গভর্নর | সদস্য |
সিনিয়র কর্মকর্তা
(গভর্নর কর্তৃক মনোনীত) |
সদস্য সচিব |
পরিদর্শক কমিটি
সম্পাদনাবোর্ডের অন্যতম পরিচালক | কনভেরনর |
বোর্ড কর্তৃক মনোনীত বহিঃবিশেষজ্ঞ | সদস্য |
ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষন বিভাগের প্রধান | সদস্য সচিব |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nepal Rastra Bank Act, 2058 (2002)"। Nepal Law Commission। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ "Nepal Rastra Bank - Central Bank of Nepal"। www.nrb.org.np। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ "NRB to tighten loans on vehicle import"। The Himalayan Times। ১৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ "Nepal Rastra Bank Approves 8 Companies to Start Digital Wallet Service"। newbusinessage.com। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ "Central bank sets maximum interest rate spread at 4.5pc"। kathmandupost.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- ↑ "Nepal Rastra Bank"। OnlineKhabar। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।