নেপালের জাতীয় সঙ্গীত

নেপালের জাতীয় সঙ্গীত

সয়ৌঁ থুংগা ফূলকা হামী (নেপালি: सयौँ थुंगा फूलका हामी) নেপালের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটি রচনা করেন কবি ব্যাকুল মাইলা এবং সুর দেন অম্বর গুরুং

সয়ৌঁ থুংগা ফূলকা
বাংলা: শত শত ফুল
सयौँ थुंगा फूलका
স্বরলিপি

নেপাল-এর জাতীয় সঙ্গীত
কথাব্যাকুল মাইলা, ২০০৭
সঙ্গীতঅম্বর গুরুং, ২০০৭
প্রকাশকাল২০০৭
গ্রহণকাল৩ আগস্ট ২০০৭
পূর্বসূরি"শ্রীমান গম্ভীর"
অডিও নমুনা
মার্কিন নৌব্যান্ড কর্তৃক পরিবেশিত যন্ত্রসঙ্গীত

ইতিহাস

সম্পাদনা

১৯৬২ সাল থেকে নেপালের জাতীয় সঙ্গীত ছিল রাষ্ট্রীয় গান যা রচনা করেন চক্রপাণি চালিশে ও সুর দেন বখত বাহাদুর বুধপির্থি। কিন্তু ২০০৬ সালের ১৯শে মে নেপালের রাজতন্ত্রের প্রতিনিধি সভার সার্বজনীন ঐকমত্যে এই গানকে নেপালের জাতীয় সঙ্গীত হিসেবে মানতে অরাজি হয় । এরই পরিপ্রেক্ষিতে জাতীয় সঙ্গীত নির্বাচক দল গঠিত হয়, যা ঐ বছর ৩০শে নভেম্বর কবি প্রদীপ কুমার রাই রচিত সয়ৌঁ থুংগা ফূলকা হামী গানটিকে নতুন জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করে। ২০০৭ সালের ৩রা আগস্ট প্রতিনিধি সভা এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দান করে।

গানের কথা নেপালি ভাষায় বাংলায় উচ্চারণ বাংলা অনুবাদ

सयौँ थुंगा फूलका हामी एउटै माला नेपाली,
सार्वभौम भइ फैलिएका मेची-महाकाली।

सयौँ थुंगा फूलका हामी एउटै माला नेपाली,
सार्वभौम भइ फैलिएका मेची-महाकाली।

प्रकृतिका कोटी कोटी सम्पदाको आँचल,
वीरहरुका रगतले स्वतन्त्र र अटल।

ज्ञानभूमि, शान्तिभूमि तराई, पहाड, हिमाल,
अखण्ड यो प्यारो हाम्रो मातृभूमि नेपाल।

बहुल जाति, भाषा, धर्म, संस्कृति छन् विशाल,
अग्रगामी राष्ट्र हाम्रो जय जय नेपाल।

সয়ৌঁ থুংগা ফূলকা হামী এউটৈ মালা নেপালী,
সার্বভৌম ভই ফৈলিএকা মেচী-মহাকালী।


সয়ৌঁ থূংগা ফূলকা হামী এউটৈ মালা নেপালী,
সার্বভৌম ভই ফৈলিএকা মেচী-মহাকালী।


প্রকৃতিকা কোটী কোটী সম্পদাকো আঁচল,
বীরহরুকা রগতলে স্বতন্ত্র র অটল।


জ্ঞানভূমি, শান্তিভূমি তরাঈ, পহাড়, হিমাল,
অখণ্ড য়ো প্যারো হাম্রো মাতৃভূমি নেপাল।


বহুল জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি ছন্ বিশাল,
অগ্রগামী রাষ্ট্র হাম্রো জয় জয় নেপাল।

শত কলি ফুলের আমরা একটিই মালা নেপালি,
সার্বভৌম হয়ে ছড়ানো মেচী-মহাকালী।

শত কলি ফুলের আমরা একটিই মালা নেপালি,
সার্বভৌম হয়ে ছড়ানো মেচী-মহাকালী।

প্রকৃতির কোটি কোটি সম্পদের আঁচল,
বীরদের রক্ত দিয়ে স্বতন্ত্র আর অটল।

জ্ঞানভূমি, শান্তিভূমি তরাই, পাহাড়, হিমাল,
অখন্ড এই প্রিয় আমাদের মাতৃভূমি নেপাল।

বহু জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি আছে বিশাল,
অগ্রগামী রাষ্ট্র আমাদের জয় জয় নেপাল।

আরও দেখুন

সম্পাদনা