নেপালের জাতীয় পতাকা
নেপালের জাতীয় পতাকা (নেপালি: नेपालको झण्डा) বিশ্বের একমাত্র ত্রিভুজাকৃতির জাতীয় পতাকা। পতাকাটি দুটি একক ক্ষুদ্র পতাকার একটি সরলীকৃত সংমিশ্রণ, যা একটি দ্বৈত ক্ষুদ্র পকাকা হিসাবে পরিচিত। এটি পৃথিবীর একমাত্র অ-আয়তকার পতাকা। এর রক্তিম বর্ণ সাহসিকতা ও নেপালের জাতীয় ফুল রডোডেনড্রন ফুলের প্রতীক। নীল প্রান্ত শান্তির প্রতীক। ১৯৬২ সাল পর্যন্ত, পতাকার অর্ধ চন্দ্র ও সূর্য়্যের প্রতীকে মানুষের মুখ আংকিত থাকত। পরবর্তিতে পতাকা আধুনিকায়ন করতে তা বাদ দেয়া হয়।
ব্যবহার | জাতীয় পতাকা |
---|---|
গৃহীত | ১৬ ডিসেম্বর ১৯৬২ |
অঙ্কন | দুটি রক্তিম ক্ষুদ্র পতাকার সমন্বয়ের গঠিত, যার প্রান্তের রঙ নীল। পতাকার উপরে চন্দ্র ও নিচে সূর্যের প্রতীক রয়েছে। |
নেপালের পতাকার রূপভেদ | |
ব্যবহার | ১৯৬২-র আগে নেপালের পুরাতন পতাকা |