নেঞ্জিরুক্কুম ভারাই (১৯৬৭-এর চলচ্চিত্র)
নেঞ্জিরুক্কুম ভারাই (তামিল: நெஞ்சிருக்கும் வரை, অনুবাদ 'যতক্ষণ পর্যন্ত একটি মন আছে') হচ্ছে ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত সি. ভি. শ্রীধর পরিচালিত একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনীকার এবং প্রযোজক সি ভি শ্রীধর নিজেই ছিলেন; মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শিবাজি গণেশন, কে. আর. বিজয়া এবং আর. মুথুরমণ। মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন। শিবাজি গণেশনের অভিনয় অনেক প্রশংসিত হয়েছিলো।[১] অন্যদিকে সি ভি শ্রীধরের পরিচালনাও প্রশংসিত হয়েছিলো।[২]
নেঞ্জিরুক্কুম ভারাই | |
---|---|
পরিচালক | সি ভি শ্রীধর |
প্রযোজক | সি ভি শ্রীধর |
রচয়িতা | সি ভি শ্রীধর চিত্রালয়া গোপু (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | শিবাজি গণেশন কে. আর. বিজয়া আর. মুথুরমণ |
সুরকার | মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন |
চিত্রগ্রাহক | বলকৃষ্ণ |
সম্পাদক | এন এম শঙ্কর |
প্রযোজনা কোম্পানি | চিত্রালয়া |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | তামিল |
অভিনয়ে
সম্পাদনা- শিবাজি গণেশন - রঘু
- কে. আর. বিজয়া - রাজেশ্বরী
- আর. মুথুরমণ - শিবরমণ
- ভি গোপালকৃষ্ণ - পিটার
- ভি এস রাঘবন - রাজেশ্বরীর পিতা
গানের তালিকা
সম্পাদনাসংখ্যা | গান | কণ্ঠশিল্পী(গণ) | গীতিকার |
---|---|---|---|
১ | "নেঞ্জিরুক্কুম এঙ্গালুক্কু" | টি এম সুন্দররাজন, পি বি শ্রীনিবাস | বালি |
২ | "নিনাইদাল পোদুম আড়ুভেন" | এস জনকী | কন্নদাসন |
৩ | "মুতুক্কালো কাঙ্গাল" | টি এম সুন্দররাজন, পি সুশীলা | |
৪ | "পু মুড়িপ্পাল ইন্দা পুংকুড়ালি" | টি এম সুন্দররাজন | |
৫ | "কান্নান ভারুম নেরাম ইদু" | পি সুশীলা | |
৬ | "এঙ্গে নিয়ো নানুম আঙ্গে" | পি সুশীলা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ashok, A. V. (১৯ জুলাই ২০০২)। "Incredible charisma on screen"। The Hindu। ১৫ নভেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০।
- ↑ Rangarajan, Malathi (২১ জুলাই ২০১৬)। "The director's fine cut"। The Hindu। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।