নুর-উর রহমান বরকতী

সৈয়দ মোহাম্মদ নুর-উর রহমান বরকতী হলেন একজন ভারতীয় মুসলমান আলেম যিনি কলকাতার পশ্চিমবঙ্গের শাহী ইমাম ছিলেন।

সৈয়দ নুর-উর রহমান বরকতী
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
জাতীয়তাভারত
শিক্ষালয়ইসলাম
বংশসৈয়দ
উল্লেখযোগ্য কাজসুন্নি ইমাম-টিপু সুলতান মসজিদ (১৯৮৯–২০১৭)

যদিও তিনি নিজেকে শাহী ইমাম (রয়্যাল ইমাম) বলে দাবি করেছেন, তবুও এবেলা একটি প্রতিবেদন অনুসারে তিনি তেমন ছিলেন না। [১]

নিয়োগ সম্পাদনা

১৯৮৯ সালে তার পিতার উত্তরসূরি হয়ে বরকতী তার পরিবারের দ্বিতীয় ইমাম হিসেবে নিয়গ পান। [২]

বিতর্ক সম্পাদনা

২০১০ সালের মার্চ মাসে বরকতীর বিরুদ্ধে হিজড়া মেয়ের সাথে একটি মুসলিম ছেলের বিয়ে পড়ানোর অভিযোগ ওঠে। যদিও তিনি বিষয়টি রাজনৈতিক বলে অভিহিত করেছেন। [৩]

২০১১ সালের মার্চ মাসে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর বরকতী তার জন্য জানাজার আয়োজন করেছিলেন। [৪]

ডিসেম্বর ২০১৬ সাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য দেওয়ার অভিযোগে তিনি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির প্রধান দিলীপ ঘোষের বিরুদ্ধেফতোয়া জারি করেছিলেন। ফতোয়ায় তিনি জনগণকে আহবান করেছিলেন ঘোষকে পাথর মারতে এবং তাকে রাজ্য থেকে নির্বাসন দিতে। [৫]

বরখাস্ত সম্পাদনা

১৭ মে ২০১৭ সালে বরকতীকে শাহী ইমামের পদ থেকে বরখাস্ত করা হয়। ট্রাস্টি বোর্ডের সভাপতি শাহজাদা আনোয়ার আলী শাহ বলেছেন জাতীয় বিরোধী বক্তব্য রেখে ধর্ম ও দেশকে অবমাননা করায় তাকে বরখাস্ত করা হয়েছে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বরকতি 'শাহি ইমাম' নন! সম্পত্তি, ছেলের চাকরি নিয়ে প্রশ্ন। জানুন ১০ অভিযোগ"। Ebela। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭ 
  2. "Kolkata imam Barkati who warned of jihad against India sacked by mosque board"Hindustan Times। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৭ 
  3. "Protest against Kolkata imam for solemnising forbidden marriage"The Hindu। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭ 
  4. "Protests for Osama bin Laden divides Muslims"The Times of India। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭ 
  5. "Stone Dilip Ghosh, throw him out of Bengal:Shahi Imam"The Indian Express। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭ 
  6. "জাতীয়তা বিরোধী মন্তব্যের অভিযোগে টিপু সুলতান মসজিদের শাহি ইমাম পদ থেকে অপসারিত বরকতি"। ABP Ananda। ২২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭