নুরউদ্দিন আত্তার

সিরীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত ইসলামি পণ্ডিত ও হাদিসবিশারদ

ইমাম ও শায়খ নুরুউদ্দীন আত্তার আল-হাসানি ছিলেন সিরীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত ইসলামি পণ্ডিতহাদিসবিশারদ। তিনি ১৯৩৭ সালে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দামেস্কে মুত্যুবরণ করেন। তিনি মূলত হাদিস শাস্ত্রে অবদান রাখার কারণে ইসলামি বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "وفاة أبرز علماء الحديث الشيخ نور الدين عتّر"। ২০২০-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৫ 
  2. "دمشق تودع رجل الدين الإسلامي نور الدين عتر"। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৫