নিশাত জোবাইদা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল যিনি বর্তমানে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি এন্ড ট্রান্সফিউশন (এএফআইপি) র কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জোবাইদা ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় নারী হিসেবে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন।[১]

মেজর জেনারেল ড.

নিশাত জোবাইদা
আনুগত্য বাংলাদেশ
কার্যকাল১৯৯০-বর্তমান
পদমর্যাদামেজর জেনারেল
ইউনিটসেনাবাহিনী চিকিৎসা সৈন্যদল

শিক্ষাজীবন সম্পাদনা

জোবাইদা সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস) থেকে মাইক্রোবায়োলজিতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্মজীবন সম্পাদনা

চট্রগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তাকে মেজর জেনারেল পদমর্যাদা ব্যাজ পরিয়ে দেন।[২] পদোন্নতির পূর্বে তিনি আর্মি মেডিকেল কলেজ চট্রগ্রামের মাইক্রোবায়োলোজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Desh, Ajker (২০২৩-০২-১৮)। "আরও এক নারী সেনা কর্মকর্তা মেজর জেনারেল পদে পদন্নোতি পেলেন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৯ 
  2. "Armed forces being made capable to defend external attack: Hasina"New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৯ 
  3. "Microbiology – Army Medical College, Chattogram"amcc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৯