নির্মল চন্দ বীজ ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি ভারতের ২০তম সেনাপ্রধান হিসেবে ১ জানুয়ারী ২০০৩ থেকে ৩১ জানুয়ারী ২০০৫ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।[১][২]

জেনারেল

নির্মল চন্দ বীজ

পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম
জন্মজানুয়ারী ৩, ১৯৪৩
জম্মু
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৬২-২০০৫
পদমর্যাদা জেনারেল
নেতৃত্বসমূহ সাউদার্ন কমান্ড
৪ কোর
১ কোর
পুরস্কারপরম বিশিষ্ট সেবা মেডেল
উত্তম যুদ্ধ সেবা মেডেল
অতি বিশিষ্ট সেবা মেডেল

সামরিক জীবন সম্পাদনা

বীজ ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন।[৩] তার জন্ম হয় জম্মুতে (ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে)। তিনি ১৯৫৯ সালে ১৬ বছর বয়সে ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে যোগদান করেন এবং প্রায় চার বছর পর ১৯৬২ সালের ১১ ডিসেম্বর কমিশন পান। তার কমিশনের ইউনিট ছিলো দগড়া রেজিমেন্ট। কমিশন পাবার সাথে সাথেই তাকে চীন-ভারত যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছিলো। তিনি ৪ কোরের কমান্ডার, একটি পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার, সেনাবাহিনী সদরদপ্তরে সামরিক অভিযান পরিদপ্তরের পরিচালক (কর্নেল) এবং ব্রিগেডিয়ার হিসেবে সেনাবাহিনী সদরদপ্তরে পরিপ্রেক্ষিত পরিকল্পনা (কৌশলগত পরিকল্পনা) পরিদপ্তরের উপমহাপরিচালক পদে কাজ করেন।[২][৪]

কার্গিল যুদ্ধ (১৯৯৯) চলাকালে নির্মল সেনা সদরে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Gen NC Vij Takes Over As New Chief Of Army Staff"Financial Express। ১ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১০ 
  2. "General Nirmal Chander Vij, PVSM, UYSM, AVSM (31 Dec 2002 to 31 Jan 2005)"Indian Army। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১০ 
  3. Shankar Prasad, The Gallant Dogras: An Illustrated History of the Dogra Regiment (Lancer Publishers, 2005) p433
  4. Press Trust of India"N C Vij appointed new army chief"Rediff। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১০