নিরালম্ব স্বামী
ভারতীয় দার্শনিক
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (আগস্ট ২০১৬) |
যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় বা নিরালম্ব স্বামী (১৯ নভেম্বর। ১৮৭৭ - ৫ সেপ্টেম্বর, ১৯৩০) ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি অরবিন্দ ঘোষের সাথে সংগ্রামে ছিলেন এবং নাটকীয়ভাবে ১৮৭১ থেকে ১৯১০ সালে অরবিন্দের উত্থান ঘটে।
নিরালম্ব স্বামী | |
---|---|
![]() নিরালম্ব স্বামী | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় ১৯ নভেম্বর ১৮৭৭ |
মৃত্যু | ৫ সেপ্টেম্বর ১৯৩০ | (বয়স ৫২)
দর্শন | অদ্বৈত বেদান্ত |
ঊর্ধ্বতন পদ | |
গুরু | সোহং স্বামী |
ভারতী পত্রিকায় তিনি ইতালির বিপ্লব বিষয়ে ধারাবাহিকভাবে লিখতেন। ১৯০৩ সনে যোগেন্দ্র বিদ্যাভূষণের বাড়িতেই তার ললিতচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাঘা যতীনের সঙ্গে পরিচিত হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৫৯২-৫৯৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬