নিম্ন সিয়াং জেলা

অরুণাচল প্রদেশের একটি জেলা

ভারতের উত্তর পূর্বে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যের ২৫ টি জেলার মধ্যে একটি নিম্ন সিয়াং জেলা৷ নতুন জেলাটি পুর্বতন পূর্ব সিয়াং জেলাপশ্চিম সিয়াং জেলা থেকে গঠন করা হয়৷ ৫ই আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দে (২২শে সেপ্টেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ) রাজ্যের ২২তম জেলা হিসাবে এই জেলাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়৷

নিম্ন সিয়াং জেলা
Lower Siang District
অরুণাচল প্রদেশের জেলা
দেশভারত
রাজ্যঅরুণাচল প্রদেশ
প্রশাসনিক বিভাগপশ্চিম অরুণাচল
সদরদপ্তরলিকাবালি
তহশিল৮টি
জনসংখ্যা (২০১১)
 • মোট২২,৬৩০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

৭ই চৈত্র ১৪১৯ বঙ্গাব্দে (২১শে মার্চ ২০১৩ খ্রিষ্টাব্দ) অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম তুকি পূর্বপশ্চিম সিয়াং জেলা থেকে নিম্ন সিয়াং জেলা গঠনের অনুমোদন দেন৷[১]

অবস্থান সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

জেলাটি অন্তিম ২০১১ জনগণনা-পরবর্তী সময়ে গঠন করা হয়েছে ফলে নবগঠিত জেলাটি সম্পর্কে নিখুঁত তথ্য অমিল৷ ২০১১ তহশিলভিত্তিক গণনা অনুসারে জেলাটির জনসংখ্যা ২২৬৩০ জন৷

ভাষা সম্পাদনা

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Arunachal clears bill for four new districts"The Times of India। ২২ মার্চ ২০১৩।