নিজামপুর সরকারি কলেজ
নিজামপুর সরকারি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি মীরসরাই উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত।
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৪[১] |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | |
অধ্যক্ষ | ড. এ কে এম সামছুদ্দিন আজাদ[২] |
শিক্ষার্থী | ৩৫০০+ |
অবস্থান | , ২২°৪৩′১০″ উত্তর ৯১°৩৬′১২″ পূর্ব / ২২.৭১৯৫৪১° উত্তর ৯১.৬০৩২৩৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | ওয়াহেদপুর, মীরসরাই, চট্টগ্রাম |
ওয়েবসাইট | nizampurcollege |
অবস্থান
সম্পাদনাবাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া গ্রামে এ কলেজটি অবস্থিত।[৩][৪]
ইতিহাস
সম্পাদনা১৯৬৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[৩]
পরিচালনা ব্যবস্থা
সম্পাদনাপ্রতিষ্ঠানটি পরিচালনার জন্য জনাব এম ডি এম জালাল উদ্দিন চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[৩]
শিক্ষক-শিক্ষার্থী
সম্পাদনাএ কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সামছুদ্দিন আজাদ। বর্তমানে এ প্রতিষ্ঠানে সাড়ে তিন হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[৩]
অবকাঠামো
সম্পাদনাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ৩০০ শতাংশ জমির উপর কলেজের মূল ভবন প্রতিষ্ঠিত এবং সর্বমোট জমির পরিমাণ ৮.২৮ শতক।[১] ভবন সংখ্যা ০৪ টি (বড়)। কলেজের অধ্যক্ষের জন্য নিজস্ব বাসভবনসহ অধ্যাপকবৃন্দের জন্য আবাসিক ভবন রয়েছে যা পরিত্যক্ত।[৩]
কার্যক্রম
সম্পাদনাকলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এ কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণীসহ ডিগ্রী (বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি) এবং অনার্স (হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা) পর্যায়ে পড়াশোনার সুযোগও রয়েছে।[৩]
কৃতিত্ব ও ফলাফল
সম্পাদনা২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পাশের হার ৯২.৪৮% এবং ৯০৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "নিজামপুর গভর্নমেন্ট কলেজ | NU চট্টগ্রাম"। Desh Amar। ২০২৩-০৭-২৯। ২০২৩-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭।
- ↑ "নিজামপুর সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগ দিলেন ড. এ কে এম সামছুদ্দিন আজাদ"। chhagalnaiya.com। ২০২৩-১১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ "নিজামপুর কলেজ, চট্টগ্রাম"। mirsharai.chittagong.gov.bd। নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "National University: College Details"। www.nubd.info। ২০২৩-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭।