নিজামউদ্দিন আহমেদ (স্থপতি)

বাংলাদেশী স্থপতি, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা

নিজামউদ্দিন আহমেদ একজন বাংলাদেশী স্থপতি, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সাবেক উপাচার্য। তিনি ২০২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদান করেন।[১]

নিজামউদ্দিন আহমেদ
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাপিএইচডি
মাতৃশিক্ষায়তনশেফিল্ড বিশ্ববিদ্যালয়
পেশাস্থপতি, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষাজীবনসম্পাদনা

তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কমনওয়েলথ স্কলার ও ফেলো ছিলেন।[২]

কর্মজীবনসম্পাদনা

নিজামউদ্দিন আহমেদ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি ডিন ও বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বুয়েটের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। খেলাধুলার প্রতি আগ্রহী নিজামউদ্দিন দীর্ঘদিন বাংলাদেশ টাইমস ও ডেইলি স্টার পত্রিকায় ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২ নম্বর সেক্টরের প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

নিজামউদ্দিন আহমেদ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য ছিলেন। ২০২২ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগ দেন।[১][২]

প্রকাশনাসম্পাদনা

তিনি কিশোর বিশ্ব স্থাপত্য, অগ্নি নিরাপত্তা, অকোসিস অব আর্কিটেক্ট, ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার ফর ডেভেলপিং কান্ট্রিজ প্রভৃতি বইয়ের রচয়িতা।[৩]

স্থাপত্যকর্মসম্পাদনা

নিজামউদ্দিন আহমেদ ছায়ানট, শিল্পকলা একাডেমি নাট্যশালা, সেনাকুঞ্জ, রোভার পল্লী অডিটোরিয়াম, গলফ গার্ডেন অডিটোরিয়াম প্রভৃতির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। এছাড়া তার উল্লেখযোগ্য স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে—[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "স্থপতি ড. নিজাম উদ্দিন বিইউএফটির নতুন উপাচার্য"জাগোনিউজ২৪.কম। ২০ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২ 
  2. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য স্থপতি অধ্যাপক নিজামুদ্দিন"আজকের পত্রিকা। ৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২ 
  3. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে স্থপতি ড. নিজামউদ্দিন আহমেদ-এর যোগদান"যায়যায়দিন। ৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২ 
  4. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হলেন ড. নিজামউদ্দিন আহমেদ"নয়া দিগন্ত। ১০ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২