নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়

পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়

নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়[১] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।

নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়
ধরনসরকারি মহাবিদ্যালয়
স্থাপিত১৯৬৯; ৫৫ বছর আগে (1969)
অধিভুক্তিবর্ধমান বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষভীম চন্দ্র মন্ডল
অবস্থান, ,
৭২২১২২
,
২৩°০৪′০৮″ উত্তর ৮৭°১৯′৩৭″ পূর্ব / ২৩.০৬৮৯১২৯° উত্তর ৮৭.৩২৭০১৮৪° পূর্ব / 23.0689129; 87.3270184
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটনিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

মহাবিদ্যালয়টি ১৯৬৯ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ১৯৭১ সালের ৩১শে জানুয়ারি ইউজিসি দ্বারা অনুমোদিত হয়েছিল এবং কেন্দ্রীয় সহায়তার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছিল।[২]

বিভাগ ও কোর্স সম্পাদনা

মহাবিদ্যালয়টি বিএড ও বিপিইড কোর্স প্রদান করে।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nikhil Banga Sikshan Mahavidyalaya"www.shiksha.com। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  2. "History of Nikhil Banga Sikhsan Mahavidyalaya"www.nbsmahavidyalaya.org। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা