নিখিলরঞ্জন গুহ রায়

নিখিলরঞ্জন গুহ রায় (১৮৮৮—২ এপ্রিল ১৯৭৪) একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী ও সমাজসেবক।

নিখিলরঞ্জন গুহ রায়
জন্ম১৮৮৮
মৃত্যু২ এপ্রিল ১৯৭৪
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন

বিপ্লবী জীবন সম্পাদনা

নিখিলরঞ্জনের জন্ম হয় বর্তমান বাংলাদেশের ফরিদপুরে। বিপ্লবী দলে যোগদান করে, নদীয়া জেলার শিবপুর রাজনৈতিক ডাকাতিতে অংশ নেন। একাজে তার সাথীরা ছিলেন নরেন্দ্রমোহন ঘোষ চৌধুরী, সত্যরঞ্জন বসু, সতীন সেন প্রমুখ। গ্রেপ্তার হয়ে আন্দামান সেলুলার জেলে বন্দী থাকেন। ১৯০৯-২১ এবং ১৯৩২-৩৮ সাল অবধি দুই বারে। সর্বমোট ২০ বছর কারাবন্দী ছিলেন বিভিন্ন জেলে। আন্দামানে তার বন্দীজীবন এর সাথীরা ছিলেন বারীন্দ্রকুমার ঘোষ, উল্লাসকর দত্ত, পুলিনবিহারী দাস, উপেন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।[১][২]

সমাজসেবা সম্পাদনা

জেল থেকে মুক্তি পাওয়ার পর এই বিপ্লবী সমাজসেবা ও জনকল্যাণকর কাজে আত্মনিয়োগ করেন কলকাতার বাগমারি এলাকায়। অকৃতদার ছিলেন। তার স্মৃতিতে কলকাতায় বিপ্লবী নিখিলরঞ্জন গুহরায় মেমোরিয়াল সোসাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন বর্তমান[২][৩] বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির অন্যতম সদস্য ছিলেন নিখিলরঞ্জন গুহরায়।[৪]

মৃত্যু সম্পাদনা

১৯৭৪ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল মারা যান বিপ্লবী নিখিলরঞ্জন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kanailal Basu (২০১০)। Netaji: Rediscovered। Author House। পৃষ্ঠা 109। 
  2. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৫৯। আইএসবিএন 81-85626-65-0 
  3. "Biplabi Nikhil Ranjan Guha Roy Memorial Social Welfare Institution"। সংগ্রহের তারিখ ২৬.০১.২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Volume 3, Dr. Ravindra Kumar (১৯৯২)। Selected Works Of Maulana Abul Kalam Azad। Atlantic Publishers। পৃষ্ঠা 233।