নিউজিল্যান্ডের ভাষা

নিউজিল্যান্ডে প্রচলিত অনেকগুলি ভাষার মধ্যে ইংরেজি ভাষা প্রধান এবং এটি কার্যত প্রধান সরকারি ভাষা। বেশির ভাগ নিউজিল্যান্ডীয় এই ভাষাতে কথা বলেন।[১] দেশটিতে আইনত দুইটি সরকারী ভাষা আছে। এগুলি হল মাওরি ভাষা এবং নিউজিল্যান্ড প্রতীকী ভাষা (New Zealand Sign Language, সংক্ষেপে NZSL)। ২০০৬ সালের ১০ এপ্রিল বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড একটি প্রতীকী ভাষাকে সরকারী ভাষার মর্যাদা দেয়। [২] বর্তমানে এটি আদালতে ও সরকারি সেবাতে আইনত ব্যবহারযোগ্য।

নিউজিল্যান্ডের ভাষা
সরকারী ভাষা(সমূহ) ইংরেজি, মাওরি, নিউজিল্যান্ড প্রতীকী ভাষা
প্রতীকী ভাষা(সমূহ) নিউজিল্যান্ড প্রতীকী ভাষা
সাধারণ কীবোর্ড লেআউট(সমূহ)
QWERTY

নিউজিল্যান্ডে প্রায় ৫ লক্ষ মাওরি জাতির লোক বাস করে। এদের মধ্যে প্রায় ৭০ হাজারের মাতৃভাষা মাওরি[৩] নিউজিল্যান্ডের প্রায় ৪০ লক্ষ লোকের মধ্যে ১ লক্ষ ৬১ হাজার লোক মাওরি ভাষাতে কথা বলতে পারে।[৪]

নিউজিল্যান্ডে ইউরোপীয়দের আগমনের আগে মূল দ্বীপগুলিতে প্রায় সবাই মাওরি ভাষাতে কথা বলত। এগুলির বাইরে অবস্থিত দ্বীপগুলিতে বিভিন্ন স্থানীয় ভাষা প্রচলিত। এদের মধ্যে আছে:

এছাড়াও নিউজিল্যান্ডে সাম্প্রতিক অভিবাসী সম্প্রদায়ে অনেকগুলি ভাষা প্রচলিত আছে। এদের মধ্যে আছে সামোয়ান ভাষা, হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা, ইউয়ে চীনা ভাষা এবং আরবি ভাষা।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Becoming a Kiwi"। NZ Immigration। ২০০৬-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-১৯ 
  2. Governor-General gives assent to Sign Language Bill, Press Release: Governor General, 10 April 2006. Retrieved 11 April 2006.
  3. Gordon, Raymond G., Jr. (ed.) (২০০৫)। "Languages of New Zealand"। Ethnologue: Languages of the World, (Fifteenth edition. সংস্করণ)। Dallas, Texas: SIL International। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-১৯ 
  4. "2001 Census: National Summary" (পিডিএফ)। Statistics New Zealand। পৃষ্ঠা 119। ২০০৬-০৯-০২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা