নারায়ণগঞ্জ কলেজ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটিতে রয়েছে একাডেমিক ভবন, আইসিটি ভবন এবং শেখ কামাল ভবন। এছাড়া কলেজটিতে যেসব সুবিধা রয়েছে ই-লাইব্রেরী, স্মার্ট ক্লাসরুম, বাস, আইসিটি ল্যাব, অডিটরিয়াম, সেমিনার রুম, দুটি লিফট, ভার্চুয়াল স্টুডিও এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। শিক্ষার্থীদের জন্য রয়েছে কম্পিউটারের বিভিন্ন কোর্স ও ভাষা শিক্ষার ব্যবস্থা এবং আত্ব বিকাশের লক্ষ্যে কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, রবার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও স্পোর্টস ক্লাব।[১]

নারায়ণগঞ্জ কলেজ
NARAYANGANJ COLLEGE
কলেজের লোগো
অন্যান্য নাম
NC
নীতিবাক্য
শিক্ষাই জীবনের পাথেয়, জ্ঞানের শিক্ষা অনির্বান
ধরনবেসরকারি
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
অধ্যক্ষফজলুল হক রুমন রেজা
শিক্ষার্থী১২০০০+
স্নাতকবিএ, বিবিএ, বিএস‌এস
ঠিকানা
১৬ সিরাজউদ্দৌলা সড়ক, নারায়ণগঞ্জ
, , ,
১৪০০
,
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা
পোশাকের রঙছেলে-          সাদা শার্ট এবং কালো প্যান্ট, মেয়ে-          আকাশি কামিজ এবং সাদা সালোয়ার
ক্রীড়াTrack
ওয়েবসাইটwww.narayanjganjcollege.edu.bd
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

নারায়ণগঞ্জ কলেজ নারায়ণগঞ্জ শহরের কালীর বাজার এলাকায় অবস্থিত। এটি ৮৬/১ নং নবাব সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

ইতিহাস

সম্পাদনা

একাডেমিক কার্যক্রম

সম্পাদনা

কলেজটিতে অনার্স ও ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিন্মোক্ত কোর্স চালু রয়েছে।

অনার্স বিভাগসমূহ:
  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • সমাজকর্ম বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
ডিগ্রি (পাস) কোর্সসমূহ:
  • বি.এ (পাস)
  • বি.এস.এস (পাস)
  • বি.বি.এস (পাস)


উচ্চ মাধ্যমিক: উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজটিতে তিনটি বিভাগ চালু রয়েছে।

  • বিজ্ঞান বিভাগ
  • ব্যবসায় শিক্ষা বিভাগ ও
  • মানবিক বিভাগ।

শিক্ষকবৃন্দ

সম্পাদনা

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সকল অফিসিয়াল তথ্য"। জাতীয় বিশ্ববিদ্যালয়।