নামেরি জাতীয় উদ্যান
নামেরি জাতীয় উদ্যান (অসমীয়া: নামেৰি ৰাষ্ট্ৰীয় উদ্যান) ভারতের আসাম রাজ্যের শোণিতপুর জেলাতে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি অরুণাচল প্রদেশের পাশে ব্যাঘ্ৰ প্ৰকল্পের সীমান্তবৰ্ত্তী এক উদ্যান এবং এই দুটি মিলে প্ৰায় ১০০০ বৰ্গ কিমি অঞ্চল নিয়ে ছড়িয়ে আছে।[১] কাজিরাঙা এবং মানসের পরে ঘোষিত এই উদ্যানটি আসামের তৃতীয় জাতীয় উদ্যান।
নামেরি জাতীয় উদ্যান | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
![]() নামেরি জাতীয় উদ্যান | |
অবস্থান | শোণিতপুর, আসাম, ভারত |
নিকটবর্তী শহর | তেজপুর |
স্থানাঙ্ক | ২৭°০′৩৬″ উত্তর ৯২°৪৭′২৪″ পূর্ব / ২৭.০১০০০° উত্তর ৯২.৭৯০০০° পূর্ব |
আয়তন | ২০০ কিমি২ (৭৭.২ মা২) |
স্থাপিত | ১৯৭৮ |
কর্তৃপক্ষ | পরিবেশ ও বন মন্ত্রণালয়, ভারত সরকার |