নানুম ওরু তোড়িলালি
নানুম ওরু তোড়িলালি (তামিল: நானும் ஒரு தொழிலாளி, অনুবাদ 'আমিও একজন শ্রমিক') হচ্ছে ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী লেখক, পরিচালক এবং প্রযোজক ছিলেন সি ভি শ্রীধর। চলচ্চিত্রটিতে নায়ক-নায়িকা হিসেবে ছিলেন কমল হাসন এবং আম্বিকা, আরো গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন জয়শঙ্কর, ভি এস রাঘব এবং দেবীকা। ১৯৮৬ সালের ১ই মে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো।
নানুম ওরু তোড়িলালি | |
---|---|
পরিচালক | সি ভি শ্রীধর |
প্রযোজক | সি ভি শ্রীধর |
রচয়িতা | সি ভি শ্রীধর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইলাইয়ারাজা |
চিত্রগ্রাহক | পি ভাস্কর রায় |
সম্পাদক | এম উমানাথ |
প্রযোজনা কোম্পানি | চিত্রালয় ফিল্মস |
পরিবেশক | চিত্রালয় ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | তামিল |
অভিনয়ে
সম্পাদনাপ্রযোজনা
সম্পাদনাসি ভি শ্রীধর ছিলেন চলচ্চিত্রটির মূল পরিকল্পনাকারী, তিনি ১৯৮০ সালে শক্তি নামের একটি চলচ্চিত্র বানানোর কথা ভেবেছিলেন, যেটা ছিলো এই চলচ্চিত্রেরই পূর্বসূরী। ১৯৭৮ সালের চলচ্চিত্র ইলামাইল উঞ্জাল আড়ুকিরাদু-এর সফলতার পর (পরিচালক সি ভি শ্রীধর) শ্রীধর আবার কমল হাসনকে দিয়ে একটা চলচ্চিত্র পরিচালনা করতে চাচ্ছিলেন। নায়িকা আম্বিকার সঙ্গে কমলের এটাই প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছিলো যদিও তার আগে কাক্কী ছাট্টাই তৈরি হয়ে মুক্তি পেয়ে যায়, আম্বিকা কমলের সঙ্গে সুইমস্যুট পরে আছেন - এরকম একটা আলোকচিত্র বের করেছিলেন পরিচালক শ্রীধর এই নানুম ওরু তোড়িলালি চলচ্চিত্রের জন্য যেটার নাম আগে তিনি শক্তি রাখবেন বলে ভেবেছিলেন। চলচ্চিত্রটি তৈরি করতে সময় লেগে যায় এবং শ্রীধর চলচ্চিত্রটির নাম মিন্ডুম সূর্যোদয়াও রাখার কথা ভাবছিলেন। ১৯৮৬ সালের এপ্রিলে এই নানুম ওরু তোড়িলালির মুক্তি পাবার কথা থাকলেও চলচ্চিত্রটি একই বছরের মে মাসে মুক্তি পায়।[১] ঐ সময় (১৯৮৬ সালের মার্চে) তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছিলো আর নির্বাচনে 'দ্রাবিড় মুনেত্র কড়গম' দলটি জিতে যায়, যাদের দলের প্রতীক ছিলো 'উঠতি সূর্য' আর শ্রীধর তখন মিন্ডুম সূর্যোদয়া নামটি বদলে ফেলেন এবং নানুম ওরু তোড়িলালি রাখেন কারণ মিন্ডুম সূর্যোদয়া শব্দের অর্থ হচ্ছে 'উঠতি সূর্য'। ১৯৭০-এর দশকের মাঝখানদিকেও শ্রীধর এমজিআরকে নিয়ে এরূপ একটি চলচ্চিত্র বানানোর কথা ভাবলেও তা আলোর মুখ দেখেনি।[১][২]
অভিনেত্রী দীপা এবং অভিনেতা রাজীব চলচ্চিত্রটির একটি কাওয়ালি গানে অভিনয় করেছিলেন।[৩]
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন ইলাইয়ারাজা।[৪] বালি ছিলেন গানগুলোর গীতিকার।
গানের শিরোনাম | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আয়িরাতিল নি ওরুদান" | বালি | এস. জনকী | ৪ঃ১৪ |
২. | "এঞ্জেল আড়ুম এঞ্জেল" | বালি | এস জনকী | ৪ঃ২৯ |
৩. | "মান্ডাভেলি" | বালি | এস পি বলসুব্রাহ্মণ | ৩ঃ১৫ |
৪. | "নান পুভেদুতু" | বালি | এস পি বলসুব্রাহ্মণ , এস জনকী | ৪ঃ৩৭ |
৫. | "ওরু নিলাভুম মালারুম" | বালি | এস পি বলসুব্রাহ্মণ, এস জনকী | ৪ঃ৩২ |
৬. | "পাট্টু পুভে" | বালি | এস পি বলসুব্রাহ্মণ | ৪ঃ৩০ |
৭. | "সেমবুরাতি পুভে" | বালি | এস পি বলসুব্রাহ্মণ, এস জনকী | ৪ঃ৪১ |
মোট দৈর্ঘ্য: | ৩০:১৮ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "The Golden Era of Dr. IR and Dr. SPB"। Hub।
- ↑ "Kamal Haasan replaced MGR"। The Times of India। ৩০ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Unnimary Vdo Thread...super hot ...u wont regret after watchin it - Page 64"। masalaboard.com। ৩০ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০।
- ↑ "Naanum Oru Thozilali Songs"। raaga। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৩।