নাদিয়া টোনচেভা (বুলগেরীয়: Надя Тончева ; জন্ম ৫ ডিসেম্বর ২০০৫) একজন বুলগেরীয় দাবা নারী আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) (২০২০)।

নাদিয়া টোনচেভা
দেশবুলগেরিয়া
জন্ম (2005-12-05) ৫ ডিসেম্বর ২০০৫ (বয়স ১৮)
সোফিয়া, বুলগেরিয়া
খেতাবফিদে মাস্টার (২০২১)
নারী আন্তর্জাতিক মাস্টার (২০২২)
সর্বোচ্চ রেটিং২৩২১ (অক্টো ২০২০)

দাবা ক্যারিয়ার

সম্পাদনা

নাদিয়া টোনচেভা সাত বছর বয়সে দাবা খেলা শুরু করেছিলেন। ২০১৬ সাল থেকে তিনি বুলগেরীয় গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির দিমিত্রভ দ্বারা প্রশিক্ষিত হন।

২০২২ সালে নাদিয়া টনচেভা বুলগেরীয় নারী স্বতন্ত্র দাবা চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছে।[১] ২০২৩ সালে তিনি বুলগেরীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[২] মার্চ ২০২৩ পেট্রোভাক, বুডভাতে তিনি ইউরোপীয় ব্যক্তিগত দাবা চ্যাম্পিয়নশিপে ৯ম স্থান অধিকার করেন।[৩]

২০২৩ সালের আগস্টে, বাকুতে নাদিয়া টোনচেভা একক-নির্মূল নারী দাবা বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং প্রথম রাউন্ডে মহিলা গ্র্যান্ডমাস্টার ডেইমান্তে কর্নেটের কাছে হেরে যায়।[৪]

২০২১ সালে, তিনি ফিদে মাস্টার (এফএম) উপাধিতে ভূষিত হন এবং এক বছর পরে ফিদে নারী ইন্টারন্যাশনাল মাস্টার এর খেতাব পান।[৫]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা