নাজাফ লাকজায়ী

ইরানী লেখক

নাজাফ লাকজায়ী (জন্ম ১৯৬৯) একজন ধর্মীয় ও রাজনৈতিক বিজ্ঞানের গবেষক। তিনি ইমাম সাদিক বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক গবেষণায় পিএইচডি করেছেন। তিনি ইজতিহাদ স্তর পর্যন্ত ইসলামী মাদ্রাসার শিক্ষা পাস করেছেন। তিনি বাকির আল-উলুম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, আহলে বাইত (আ) ওয়ার্ল্ড অ্যাসেম্বলির পূর্ববর্তী সাংস্কৃতিক ডেপুটি ছিলেন এবং এখন ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমির পরিচালক হিসেবে কর্মরত আছেন।[১]

জীবন সম্পাদনা

নাজাফ লাকজায়ী ১৯৬৯ সালে সিস্তানে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও প্রাথমিক বিদ্যালয় কেটেছে তার জন্মভূমিতে। ১৯৮২ সালে, তিনি মারহাম শরিফীর সেমিনারিতে প্রবেশ করেন এবং ১৯৮৫ সালে, তিনি কওমের ইসলামিক সেমিনারিতে প্রবেশ করেন। ১৯৮২ থেকে ২০০৩ সাল পর্যন্ত সেমিনারিতে তার পড়াশোনার সাথে সাথে, তিনি রাষ্ট্রবিজ্ঞানে তার বিএ, এমএ এবং পিএইচডি অর্জন করেন, যখন তিনি ইতোমধ্যেই রাষ্ট্রবিজ্ঞান এবং চিন্তাধারার গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলেন। তিনি আহলে বাইত (আ) বিশ্ব সমাবেশের পূর্ববর্তী সাংস্কৃতিক উপদেষ্টা ছিলেন। তিনি ২০১৪ সালের নভেম্বর থেকে ইসলামিক বিজ্ঞান ও সংস্কৃতি একাডেমীর পরিচালক এবং কওমের সেমিনারির ইসলাম প্রচারের অফিসের গবেষণা উপ-পরিচালক ছিলেন।[২] ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমির ওয়েবসাইটের অনুযায়ী, নাজাফ লাকজায়ী এখন সম্পূর্ণ অধ্যাপক ছিলেন।[৩]

ফার্সি কাজ সম্পাদনা

  • তারিখ-ই ফারহাঙ্গি সিয়াসি-ই ইরান-ই মোআসার, নারী সেমিনারিগুলোর ব্যবস্থাপনার কেন্দ্র, শিক্ষামূলক পাঠ্য এবং উৎসগুলোর সংকলনের অফিস, মোহাজের প্রকাশনা, কওম, ২০১২।
  • তাহাভোলাত-ই সিয়াসি ইজতেমাই-ই ইরান-ই মোআসার, ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমি, কওম, ২০১১।
  • দারামাদি বার মোস্তানাদাত-ই কুরআন-ই ফালসাফেহ-ই সিয়াসি-ই ইমাম খোমেনী, কোরানের সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র, কওম, ২০০৭।
  • ছালেশ-ই সিয়াসাত-ই দিনী ওয়া নাজমে সোলতানি, ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমি, কওম, ২০০৬। (ইসলামী প্রজাতন্ত্র ইরানের বছরের সেরা বই, "প্রশংসনীয়" হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ইসলামী সরকারের দ্বি-বার্ষিক গবেষণার বিজয়ীও)
  • সিরেহ-ই পিয়াম্বর-ই আযম (আ) দার গোজার আয জামেয়েহ-ই জাহেলি বি জামেয়ে-ই ইসলামী, বুস্তান-ই কেতাব, কওম, ২০০৬।
  • সেয়ার-ই তাতাভর-ই তাফাক্কোর-ই সিয়াসি-ই ইমাম খোমেনি, ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমি, তেহরান, ২০০৪।
  • আন্দিশেহ-ই সিয়াসি-ই সদর আল-মুতাআলিহিন, বুস্তান-ই কেতাব, ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমি, কোম, ২০০২ (সেমিনারি'স বুক অফ দ্য ইয়ার, রিলিজিয়াস বুক অফ দ্য ইয়ার)
  • আন্দিশেহ-ই সিয়াসি-ই আয়াতুল্লাহ মোতাহারী, বুস্তান-ই কেতাব, ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমি, কোম, ২০০২ (একদল শিক্ষকের সহযোগিতায়)
  • রওদাত আল-আনওয়ার আব্বাসী (সংশোধন ও গবেষণা), বুস্তান-ই কেতাব, ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমি, কওম, ২০০২।
  • আন্দিশেহ-ই সিয়াসি-ই মুহাক্কিক সবজেভারি, বুস্তান-ই কেতাব, ইসলামিক সায়েন্সেস অ্যান্ড কালচার একাডেমি, কোম, ২০০১ (সামিনারি'স বুক অফ দ্য ইয়ার)
  • জমিনেহা-ই এনকেলাব-ই ইসলামী, আইম্মেহ, ১৯৯৮ (মনসুর মিরাহমাদির সহযোগিতায়)
  • গোফতেমান-ই মাহদাভিয়্যাত: সোখানরানি ওয়া মাকালেহ-হা-ই গোফতেমান-ই পাঞ্জোম, নাজাফ লাকজায়ী, আলী শরিয়তমাদারি, মোহাম্মদ হাদি মারেফাত, আলী বাকি নাসরাবাদি, মোর্তেজা শিরুদি, আলীরেজা সাদ্রা, 'আব্দুলকাইয়ুম মান সাজ্জাদী, মোয়াম্মাদী, রেহাম বুস্তান-ইকেতাব, কওম। [৪]

আরবি কাজ সম্পাদনা

তার কিছু কাজ আরবি ভাষায় অনুবাদ করা হয়েছে:

  • আফাক আল-ফিকর আল-সিয়াসী 'ইন্দ সদর আল-মুতাআলিহিন, নাজাফ লাকজায়ী, ওয়ালিদ মুহসিন (অনুবাদক), মুয়াসিসা দাইরাত আল-মাআরিফ ফিকহ
  • আফাক আল-ফিকর আল-সিয়াসি 'ইন্দ আল-মুহাক্কিক সবজিওয়ারী, নাজাফ লাকজায়ী, মুহাম্মাদ 'আব্দ আল-রাজ্জাক (অনুবাদক), মুয়াসিসা দা'ইরাত আল-মাআরিফ ফিকহ
  • আফাক আল-ফিকর আল-সিয়াসী 'ইন্দ আল-উস্তাদ আল-শাহিদ মুতাহহারী, নাজাফ লাকজায়ী, ওয়ালিদ মুহসিন (অনুবাদক), 'আদনান হুসাইনি (সম্পাদক), মুয়াসিসা দাইরাত আল-মাআরিফ ফিকহ [৪]

গবেষণাপত্র সম্পাদনা

নাজাফ লাকজায়ী অনেক নিবন্ধ লিখেছেন, যার মধ্যে কিছু সাময়িকীতে প্রকাশিত হয়েছে যেমন কৌশলগত অধ্যয়ন ত্রৈমাসিক, বৈজ্ঞানিক-গবেষণা-ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান, মতিন, ইসরা', ইসলামিক বিপ্লব অধ্যয়ন, ইসলামী বিপ্লব গবেষণা জার্নাল, রাজনৈতিক জ্ঞান, খেরাদনামেহ সাদরা ইত্যাদি।[৪] নূর ম্যাগাজিন ইনফরমেশন ব্যাংকে, উল্লেখিত জার্নাল এবং অন্যান্য ম্যাগাজিনে তার ৭১টি নিবন্ধ সূচীযুক্ত আছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "An interview with Najaf Lakzaee"। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৭ 
  2. "Lakzaee is chosen as the director of Islamic Sciences and Culture"Tasnim News। ২৬ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭ 
  3. "Promotion of Najaf Lakzaee to professorship"। ২৩ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭ 
  4. "Scientific resume of Najaf Lakzaee"। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭ 
  5. "Some of his papers"noormags। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭ 

আরো দেখুন সম্পাদনা