নাগেশ্বরী কামিল মাদ্রাসা

রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা।

নাগেশ্বরী কামিল মাদ্রাসা, কুড়িগ্রাম রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা[১][২]

নাগেশ্বরী কামিল মাদ্রাসা, কুড়িগ্রাম
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৬০; ৬৪ বছর আগে (1960-01-01)
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষমোঃ আব্দুল আউয়াল (ভারপ্রাপ্ত)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪০ জন
শিক্ষার্থী১২০০
ঠিকানা
নাগেশ্বরী
, ,
বাংলাদেশ
ইআইআইএন
এমপিও
১২২৪১৫
৮৮০৬০৪২৪০১
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল

ইতিহাস সম্পাদনা

মাদ্রাসাটি ১-১-১৯৬০ সালে শুরু হয়। পরে ০১-জানুয়ারি-১৯৭৩ সালে দাখিল চালু হয়৷ পরে আলিম, ফাযিল, কামিল খোলা হয়৷ এ মাদরাসাটি স্থানীয় কয়েকজন বিদ্যানুরাগী প্রতিষ্ঠা করে। মাদরাসায় স্কাউট সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজ চলমান আছে।[৩]

পোশাক সম্পাদনা

ছেলেদের সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি। আর মেয়েদের জন্য সাদা পায়জামা, সাদা ওড়না, কালো রঙের বোরখা।

ফলাফল সম্পাদনা

২০২০ সালে দাখিলে প্রায় ১০০% এবং আলিমে ১০০% পাশ করে।[৪]

জমি সম্পাদনা

মাদ্রাসাটি মোট ২ একর ৬০ শতক জমি আছে।[৫]

অবকাটামো সম্পাদনা

এখানে ৩টি ভবন আছে। ১টা ৪ তলা, ১টা দোতলা ও ১টা ১তলা ভবন আছে। মসজিদ ১তলা। মাদ্রাসায় রয়েছে অফিস কক্ষ, শ্রেনি কক্ষ, বিজ্ঞানাগার, লাইব্রেরী, শিক্ষক মিলনায়তন, কম্পিটার ল্যাব, ছাত্রী কমনরুম।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nageswari Kamil Madrasa ( EIIN 122415 ) - Eduportalbd.com"locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  2. "NAGESWARI KAMIL MADRASA"51.79.132.81। ২০২২-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  3. "বাংলাদেশ স্কাউটস | বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম"service.scouts.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  4. "Nageswari Kamil Madrasa - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২ 
  5. "Nageswari Kamil Madrasa - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২২