নাকাশীপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার একটি ব্লক

নাকাশিপাড়া নদিয়া জেলার একটি সমষ্টি উন্নয়ন ব্লক যা প্রশাসনিকভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমায় অন্তর্গত।

নাকাশিপাড়া
সমষ্টি উন্নয়ন ব্লক
নাকাশিপাড়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
নাকাশিপাড়া
নাকাশিপাড়া
স্থানাঙ্ক: ২৩°৩৫′ উত্তর ৮৮°২১′ পূর্ব / ২৩.৫৮° উত্তর ৮৮.৩৫° পূর্ব / 23.58; 88.35
দেশভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদিয়া
সরকার
 • ধরনসমষ্টি উন্নয়ন ব্লক
আয়তন
 • মোট৩৬০.৯৪ বর্গকিমি (১৩৯.৩৬ বর্গমাইল)
উচ্চতা১৩ মিটার (৪৩ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,৮৬,৫৬৯
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)

নাকাশিপাড়া ২৩°৩৫′ উত্তর ৮৮°২১′ পূর্ব / ২৩.৫৮° উত্তর ৮৮.৩৫° পূর্ব / 23.58; 88.35 অক্ষাংশ ও দ্রাঘিমাংশে অবস্থিত।

নাকাশিপাড়া সিডি ব্লকটি উত্তরে তেহট্ট দ্বিতীয় এবং কালীগঞ্জ সিডি ব্লক, পূর্বে তেহট্ট প্রথম এবং চাপড়া সিডি ব্লক, দক্ষিণে নবদ্বীপ সিডি ব্লক এবং পূর্বস্থালি ২য় সিডি ব্লক এবং কাটোয়া দ্বিতীয় সিডি ব্লক দ্বারা বেষ্টিত, পশ্চিমে ভাগীরথী বরাবর বর্ধমান জেলার সীমানা।[]

নদিয়া জেলা বেশিরভাগই হুগলি নদীর পূর্বদিকে পলল সমভূমি, যা স্থানীয়ভাবে ভাগীরথী নামে পরিচিত। জলাঙ্গী, চূর্ণী এবং ইছামতীর মতো বিতরণকারীরা পলল সমভূমিগুলি কেটে ফেলেছে। এই নদীগুলি সিলটেড হওয়ার সাথে সাথে বন্যা একটি পুনরাবৃত্তি বৈশিষ্ট্য।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে নাকাশিপাড়া সিডি ব্লকের মোট জনসংখ্যা ছিল ৩৮৬,৫৬৯ জন, এর মধ্যে ৩৫২,১৯১ গ্রামীণ অঞ্চলে এবং ৩৪,৩78৮ নগরাঞ্চলে বসবাস করে। এখানে ১৯৮,৫১৭ জন (৫২%) পুরুষ এবং ১৮০,৯৯০ (৪৮%) মহিলা ছিল। ৬ বছরের কম বয়সী জনসংখ্যা ছিল ৪৭,৩৩৭ জন। তফসিলি জাতির সংখ্যা ৮৯,৯৫২ (২৩.২৭%) এবং তফসিলি উপজাতিদের সংখ্যা ৯,৯০৭ (২.৫৬%) রয়েছে।[]

২০০১ সালের জনগণনার তথ্য অনুসারে নাকাশিপাড়া ব্লকের মোট জনসংখ্যা ছিল ৩৩৪,৮৬৩। এর মধ্যে ১২,৪০০ পুরুষ এবং ১২,৪৬৩ মহিলা ছিল। ১৯৯১-২০০১ দশকে নাকাশিপাড়া ব্লকের জনসংখ্যা বৃদ্ধি ২২.৭২ শতাংশ। জেলার জন্য দশকের বৃদ্ধির হার ছিল ১৯.৫১ শতাংশ। পশ্চিমবঙ্গে দশকের প্রবৃদ্ধি ছিল ১৭.৮৪ শতাংশ।[]

স্বাক্ষরতা

সম্পাদনা

২০১১ সালের জনগণনা অনুসারে নাকাশিপাড়া সিডি ব্লকে মোট সাক্ষরিত জনসংখ্যা ছিল ২২০,০১২ (৬ বছরের বেশি জনসংখ্যার ৬৪.৮৬%) এর মধ্যে পুরুষগণের সংখ্যা ১১৯,৭৮৮ (৬ বছরের বেশি বয়সী পুরুষ জনসংখ্যার ৬৮.৬৮%) এবং মহিলা সংখ্যা ১০০,২৩৩ (৬ বছরের বেশি বয়সী মহিলা জনসংখ্যার ৬০.৮২%)। লিঙ্গ অসমতা (নারী এবং পুরুষ সাক্ষরতা হারের পার্থক্য) ৭.৮৬% ছিল।[]

ভাষা এবং ধর্ম

সম্পাদনা

নাকাশিপাড়া এলাকার স্থানীয় ভাষা হল বাংলা

২০১১ সালের জনগণনার তথ্য অনুসারে, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে ২০৫,১০৭ জন ছিল এবং নাকাশিপাড়া সিডি ব্লকের জনসংখ্যার ৫৩.০৬% ছিল। মুসলমান সংখ্যা ১৭৯,৮৫৮ জন এবং জনসংখ্যার ৪৬.৫৩% ছিল। খ্রিস্টান সংখ্যা ১৬৭ এবং জনসংখ্যার ০.০৪% ছিল। অন্যান্য ধর্মের সংখ্যা ১,৪৩৭ জন এবং জনসংখ্যার ০.৩৭% ছিল।[] ২০০১ সালের আদমশুমারিতে হিন্দুরা সংখ্যায় ১৬৯,৬৫৯ জন এবং নকশিপাড়া সিডি ব্লকের জনসংখ্যার ৫০.৬৫% গঠন করেছিল। মুসলমান সংখ্যায় ১৬৪,৮৩৬ এবং জনসংখ্যার ৪৯.২১% গঠন করেছিল। ১৯৯১ সালের আদমশুমারিতে হিন্দুরা ১৩৮,৯৬৩ জন এবং নাকাশিপাড়া সিডি ব্লকের জনসংখ্যার ৫০.৯৩% গঠন করেছিল। মুসলমান সংখ্যায় ১৩৩,৭৬৮ এবং জনসংখ্যার ৪৯.০২% ছিল।[]

শিক্ষা

সম্পাদনা

২০১৩-১৪ শিক্ষাবর্ষে নাকাশিপাড়া সিডি ব্লকের ২৫,৬৮৮ জন শিক্ষার্থীসহ ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়, ২,২৮০ জন শিক্ষার্থীসহ ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪,৪৩৩ জন শিক্ষার্থীসহ ৭টি উচ্চ বিদ্যালয় এবং ৪৫,৬৫৮ জন শিক্ষার্থীসহ ৩৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল। নাকাশিপাড়া সিডি ব্লকের একটি সাধারণ কলেজ ছিল, যার ৪,১২৫ জন শিক্ষার্থী ছিল, ২টি কারিগরি / পেশাগত প্রতিষ্ঠান ১৮৪ জন শিক্ষার্থী এবং ৫৩৩টি প্রতিষ্ঠানে বিশেষ এবং অনানুষ্ঠানিক শিক্ষার জন্য ২০,৭৬৪ জন শিক্ষার্থী ছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tehsil Map of Nadia"CD Block/ Tehsil। Maps of India। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮ 
  2. Gangopadhyay, Basudev, Paschimbanga Parichay, 2001, (বাংলা), p. 70, Sishu Sahitya Sansad
  3. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. "Provisional Population Totals, West Bengal. Table 4"Census of India 2001। Census Commission of India। সেপ্টেম্বর ২৭, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১২ 
  5. "C1 Population by Religious Community"West Bengal। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২ মে ২০১৭ 
  6. "District Statistical Handbook 2014 Nadia"Table 17.1। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৭ 
  7. "District Statistical Handbook 2014 Nadia"Tables 2.7, 17.2, 16.1, 18.1, 18.2, 20.1, 21.2, 4.4, 3.1, 3.3 – arranged as per use। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৭