নাওয়াফ আল-আবেদ

সৌদি আরবীয় ফুটবলার

নওয়াফ বিন শাকের বিন ফায়রৌজ আল-আবেদ ( আরবি: نواف شاكر العابد : نواف شاكر العابد ; জন্ম ২৬ জানুয়ারী ১৯৯০) একজন সৌদি আরবের পেশাদার ফুটবলার যিনি আল শাবাব এবং সৌদি আরব জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন।

নাওয়াফ আল-আবেদ
২০১৬ সালে সৌদি আরবের সাথে আবেদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নওয়াফ বিন শাকের বিন ফায়রৌজ আল-আবেদ
জন্ম (1990-01-26) ২৬ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান রিয়াদ, সৌদি আরব
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল শাবাব
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
২০০৫-২০০৯ আল হিলাল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০২০ আল হিলাল ১৪৬[১] (২৫)
২০২০– আল শাবাব ৩৮ (৩)
জাতীয় দল
২০০৮–২০১০ সৌদি আরব জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল
২০১১–২০১২ সৌদি আরব জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
২০১১– সৌদি আরব জাতীয় ফুটবল দল ৫৫ (৮)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২:২০ ১৫ অক্টোবর ২০২২ (সসস) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৩ ১৬ নভেম্বর ২০২২ (সসস) তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার সম্পাদনা

আল-হিলাল সম্পাদনা

২০০৯ সালে আল-হিলাল যুব একাডেমিতে আল-আবেদ যোগ দেন। ৭ নভেম্বর, নাওয়াফ প্রিন্স ফয়সাল অনূর্ধ্ব-২১ কাপে আল-শুল্লার বিপক্ষে পেশাদার ফুটবলে দুই সেকেন্ডে দ্রুততম গোল করেন।[২] কিন্তু আল-হিলালে ২১ বছরের বেশি বয়সী ৬ খেলোয়াড় থাকার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। [৩]

৯ মার্চ ২০১৭ সালে আল-আবেদ ইত্তিহাদের বিরুদ্ধে তৃতীয় পেনাল্টি গোল করেন এবং একটি উদযাপন করেন। এটি ইত্তিহাদ এফসির ভক্তদের ক্ষুব্ধ করে তোলে। সৌদি আরব এফএ তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে। [৪] কিন্তু আল-হিলাল আপিল করে। সেজন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। [৫]

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

২০১৪ উপসাগরীয় কাপ অফ নেশনস আয়োজনে নাওয়াফ সৌদি আরব জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেন। তিনি প্রথম আন্তর্জাতিক গোলটি দেন ইয়েমেনের সাথে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। এই গোলের কারণে সৌদিরা ১-০ ব্যবধানে জয়ী হয়। [৬] সেমিফাইনালে নাওয়াফ আবার গোল করেন। যার ফলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে ৩-২ গোলে পরাজিত করে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ২-১ গোলে হেরে কাতারের কাছে শেষ পর্যন্ত দ্য গ্রীন ফ্যালকন্স অর্থাৎ সৌদি আরব রানার্স-আপ হয়। [৭]

নাওয়াফকে ২০১৫ এএফসি এশিয়ান কাপের জন্য সৌদি আরবের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। দলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে উত্তর কোরিয়া ৪-১ গোলে হারে। [৮]

২০১৮ সালের মে মাসে তাকে রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের জন্য সৌদি আরবের দলে রাখা হয়। [৯]

কর্মজীবনে গোলের পরিসংখ্যান সম্পাদনা

ক্লাব সম্পাদনা

৩০ মে ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কিং কাপ ক্রাউন প্রিন্স কাপ এশিয়া অন্যান্য মোট
ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল
আল হিলাল ২০০৮–০৯
২০০৯–১০ ২৫
২০১০–১১ ১৩ ২০
২০১১–১২ ১৩ ২৫
২০১২–১৩ ১৫ ২৫
২০১৩–১৪ ২০ ৩০
২০১৪–১৫ ১৫ ৩১
২০১৫–১৬ ১১ ১৯
২০১৬–১৭ ১৮ ১০ [ক] ৩৪ ১০
২০১৭–১৮ ১১ ১২
২০১৮–১৯ 2 3 [খ] ১৯
২০১৯–২০ ১৩ [গ] ১৭
মোট ১৪৬ ২৫ ২০ ২০ ৬৭ ২৫৮ ৪০
আল শাবাব ২০২০–২১ ১৯ [খ] ২১
সর্বমোট ১৬৫ ২৭ ২০ ২০ ৬৭ ২৭৯ ৪২

আন্তর্জাতিক সম্পাদনা

আন্তর্জাতিক গোল সম্পাদনা

স্কোর এবং ফলাফল তালিকায় প্রথমে সৌদি আরবের গোল সংখ্যা এবং স্কোর তালিকায় বোল্ডকৃত হলো আবেদের গোলসংখ্যা।
# তারিখ ভেন্যু প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১৯ নভেম্বর ২০১৪ কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম, রিয়াদ   ইয়েমেন –০ ১-০ ২০১৪ উপসাগরীয় কাপ অফ নেশনস
23 নভেম্বর 2014 কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম, রিয়াদ   সংযুক্ত আরব আমিরাত –০ ৩-২ ২০১৪ উপসাগরীয় কাপ অফ নেশনস
14 জানুয়ারী 2015 মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়াম, মেলবোর্ন   উত্তর কোরিয়া -১ ৪-১ ২০১৫ এএফসি এশিয়ান কাপ
1 সেপ্টেম্বর 2016 কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম, রিয়াদ   থাইল্যান্ড –০ ১-০ ২০১৮ ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব
6 সেপ্টেম্বর 2016 শাহ আলম স্টেডিয়াম, শাহ আলম   ইরাক -১ ২-১ ২০১৮ ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব
-১
11 অক্টোবর 2016 কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি, জেদ্দা   সংযুক্ত আরব আমিরাত –০ ৩-০ ২০১৮ ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব
29 আগস্ট 2017 হাজ্জা বিন জায়েদ স্টেডিয়াম, আল আইন   সংযুক্ত আরব আমিরাত –০ ১-২ ২০১৮ ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব

সম্মাননা সম্পাদনা

ক্লাব সম্পাদনা

আল-হিলাল

টীকা সম্পাদনা

  1. Appearances in Saudi Super Cup
  2. Appearances in Arab Club Champions Cup
  3. Appearances in FIFA Club World Cup

তথ্যসূত্র সম্পাদনা

  1. Strack-Zimmermann, Benjamin। "Nawaf Al-Abed"www.national-football-teams.com 
  2. "Nawaf Al Abed scores the fastest goal in soccer history -- two seconds!"। ৯ নভেম্বর ২০০৯। 
  3. "سحب نقاط الهلال .. و"فيفا" يرفض الاعتراف بالهدف الأسرع"صحيفة الاقتصادية। ১১ নভেম্বর ২০০৯। 
  4. "إيقاف عابد "الهلال" مباراتين ومنع مولد "الاتحاد" من النهائي"صحيفة سبق الإلكترونية [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "لجنة الاستئناف تكشف أسباب إلغاء عقوبة نواف العابد | صحيفة عاجل الإلكترونية"। ১১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭ 
  6. "Abed thunderbolt puts KSA in semis"Saudi Gazette। ২১ নভেম্বর ২০১৪। ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫ 
  7. "Saudi Arabia 1-2 Qatar"Asian Football Confederation। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫ 
  8. "Saudi Arabia eliminates North Korea 4-1 at Asia Cup"USA Today। ১৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫ 
  9. "World Cup 2018: All the confirmed squads for this summer's finals in Russia" 

বহিঃসংযোগ সম্পাদনা