নাইজেরিয়ায় শিশুশ্রম

ধর্ষণ এবং জোরপূর্বক যৌন সম্পর্ক মানসিক চাপ এবং আন্তর্জাতিক উদ্বেগের কারণ। এটি অনুমান করা হয়েছিল যে শিশুশ্রম এশিয়ায় কর্মীদের মধ্যে ২২%, আফ্রিকায় ৩২%, ল্যাটিন আমেরিকায় ১৭% এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ এবং অন্যান্য ধনী দেশগুলিতে ১%।[তথ্যসূত্র প্রয়োজন] নাইজেরিয়ায় শিশুশ্রম হচ্ছে ১৮ বছরের কম বয়সী শিশুদের এমনভাবে কর্মসংস্থান করা যা তাদেরকে মৌলিক শিক্ষা ও বিকাশ থেকে বাধা দেয়। দেশের প্রতিটি রাজ্যে শিশুশ্রম ব্যাপক।[১] ২০০৬ সালে, শিশুশ্রমিকের সংখ্যা আনুমানিক ১৫ মিলিয়ন ছিল।[২][৩]

নাইজেরিয়ায় দারিদ্র্য একটি প্রধান কারণ যা শিশুশ্রমে বাধ্য করে। দরিদ্র পরিবারে শিশুশ্রম পরিবারের আয়ের একটি প্রধান উৎস।[২]

নাইজেরিয়া একটি পুরুষ অধ্যুষিত সমাজ যেখানে পুরুষদের তাদের নারী সমকক্ষের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয়।[৪]

বর্তমান অবস্থা সম্পাদনা

ইউনিসেফ নাইজেরিয়া শিশুদের অধিকারের জন্য সক্রিয়।[২] শিশুশ্রমিকদের মধ্যে রয়েছে রাস্তার বিক্রেতা, জুতা শাইনার, শিক্ষানবিশ মিস্ত্রি, ছুতার, ভলকানাইজার, দর্জি, নাপিত এবং গৃহকর্মী।[২] অনেক কর্মজীবী শিশুরা বিপজ্জনক এবং অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি হয়।[৫] ২০০৩ সালের আগস্টে নাইজেরিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে তিনটি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন গ্রহণ করে যাতে শিশুদের কর্মসংস্থানের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা যায়।[৫] সরকার পশ্চিম আফ্রিকান কোকো কৃষি প্রকল্প (WACAP) বাস্তবায়ন করেছে।[৫] নাইজেরিয়ার গ্রাম ও শহরে শিশুশ্রমের একই রকম ঘটনা রয়েছে।[৬]

যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগ তার ২০১০ সালের রিপোর্টে দাবি করেছে, নাইজেরিয়া শিশুশ্রমের সবচেয়ে খারাপ রূপ দেখছে, বিশেষ করে কৃষি এবং গার্হস্থ্য সেবায়। গ্রামাঞ্চলে, বেশিরভাগ শিশু কাসাভা, কোকো এবং তামাকের মতো পণ্যের কৃষিতে কাজ করে।[তথ্যসূত্র প্রয়োজন] এই শিশুরা সাধারণত তাদের পরিবারের সাথে দীর্ঘ সময় এবং সামান্য বেতনের জন্য কাজ করে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কিছু শিশু কোকো ও

তামাকের ক্ষেতে কীটনাশক এবং রাসায়নিক সারের সংস্পর্শে এসেছে কারণ প্রাচীন কৃষিকাজের অনুশীলনের কারণে বা তাদের প্রতিরক্ষামূলক পোশাক ছাড়াই বাধ্যতামূলক শ্রমিক হিসাবে নিযুক্ত করা হছে। উপরন্তু, পথশিশুরা কুলি ও ঝাড়ুদার হিসাবে কাজ করে এবং তাদের একটি ক্রমবর্ধমান সংখ্যা ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত আছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, পোর্ট হারকোর্ট এবং লাগোস সহ নাইজেরিয়ার কিছু শহরে শিশুদের, বিশেষ করে মেয়েদের বাণিজ্যিক যৌন শোষণও ঘটছে।[৭]

পাচার সম্পাদনা

নাইজেরিয়ায় শিশুদের পাচার হয়। নিরক্ষর শিশুদের মধ্যে শিশুশ্রম বেশি দেখা যায়।[৬] নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে কর্মক্ষম শিশুদের জন্য কাজের চাপ বেশি হয়।[৬] ছেলেদের বেশি উপার্জনের প্রবণতা অধিক।[৬] মেয়েদের বিদ্যালয়ে পড়াশোনায় অংশগ্রহণ না করার সম্ভাবনা ছেলেদের তুলনায় অভিভাবকদের অভাবের কারণে বেশি হয়ে থাকে।[৬] বিদ্যালয়ে অংশগ্রহণ না করা দারিদ্র্যের সাথে সম্পর্কিত। প্রায় এক তৃতীয়াংশ কর্মক্ষম শিশু তাদের নিয়োগকর্তার কাছ থেকে কোন সুবিধা পায় না। শিক্ষার্থীদের মধ্যে শিশুশ্রম প্রায়ই বিদ্যালয়ের পড়াশোনা ব্যাহত করে।[৬]

আরও দেখুন সম্পাদনা

  • আফ্রিকায় শিশুশ্রম
  • নাইজেরিয়ায় শিশু যৌন নির্যাতন
  • আধুনিক আফ্রিকায় দাসত্ব

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ২০১৪-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৭ 
  2. "Information Sheet - Child Labour in Nigeria" (পিডিএফ)। UNICEF। ২০০৬। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১ 
  3. "Modern Day Child Labour in Nigeria"। CNN। আগস্ট ২২, ২০১১। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০১২ 
  4. Hugh Hindman (১৮ ডিসেম্বর ২০১৪)। The World of Child Labor: An Historical and Regional Survey। Routledge। পৃষ্ঠা 230–। আইএসবিএন 978-1-317-45386-4 
  5. Nwiro, Ebere (২০১০-০৮-০৩)। "Nigeria: Child Labour - a Threat to Future"This Day (Lagos)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৪ 
  6. "Archived copy" (পিডিএফ)। ২০১৩-০৬-২৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৩ 
  7. "Country Report - Nigeria"। United States Department of Labor। ২০১১। 

 

বহিঃসংযোগ সম্পাদনা