খানজাদা নবাব ফিরোজ খান ছিলেন শাহাবাদের প্রথম নবাব, আলওয়ার এবং মোগল সেনাবাহিনীর একজন ফৌজদার। তিনি মোগল সম্রাট বাহাদুর শাহ প্রথমের ঘনিষ্ঠ বিশ্বাসী এবং বিশ্বস্ত সহায় ছিলেন। তিনি খানজাদা মুসলিম রাজপুত পরিবারে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাজা নাহার খানের (তাঁর পুত্র মালিক আলাউদ্দিন খানের মাধ্যমে) বংশধর ছিলেন, যিনি চৌদ্দ শতকে মেওয়াত রাজ্যের রাজপুত শাসক ছিলেন। মোগল সেনাবাহিনীর অনুগত সেবার কারণে তিনি সম্রাট বাহাদুর শাহ প্রথম দ্বারা সিম্বলির জায়গীর (পরে শাহবাদ) ভূষিত হন ১৭১০ সালে।

১৭১২ সালে মুঘল রাজকুমার জাহানদার শাহ এবং আজিম-উশ-শানের মধ্যে যুদ্ধে তিনি নিহত হন।

তথ্যসূত্র সম্পাদনা

[১][২][৩]

  1. Powlett, P. W. (Percy William) (১১ মার্চ ১৮৭৮)। "Gazetteer of Ulwur"। London : Trübner & co.। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯ – Internet Archive-এর মাধ্যমে। 
  2. "TheDaily"Web.archive.org। ২৯ ডিসেম্বর ২০১৬। ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯ 
  3. "Literary masterpieces"Thenews.com.pk। ১৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯