ননি মাদুয়েকে

(ননি মাদুয়েক থেকে পুনর্নির্দেশিত)

চুকুইয়োনোন্সো ত্রিস্তান মাদুয়েকে (ফরাসি উচ্চারণ: ​[ʃykwynɔ̃so nɔni tʁistɑ̃ madɥɛk], ফরাসি: Noni Madueke; জন্ম: ১০ মার্চ ২০০২; ননি মাদুয়েকে নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

ননি মাদুয়েকে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম চুকুইয়োনোন্সো ত্রিস্তান মাদুয়েকে
জন্ম (2002-03-10) ১০ মার্চ ২০০২ (বয়স ২২)
জন্ম স্থান বার্নেট, লন্ডন, ইংল্যান্ড
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০১১–২০১৪ ক্রিস্টাল প্যালেস
২০১৪–২০১৮ টটেনহ্যাম হটস্পার
২০১৮–২০১৯ পিএসভি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯–২০২০ ইয়ং পিএসভি (৪)
২০১৯–২০২৩ পিএসভি ৫১ (১১)
২০২৩– চেলসি ২১ (৩)
জাতীয় দল
২০১৭–২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ (০)
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ (২)
২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (৪)
২০২১– ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ১৮ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:০৬, ২৩ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:০৬, ২৩ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইংরেজ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মাদুয়েক ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে পিএসভির যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, ওলন্দাজ ক্লাব ইয়ং পিএসভির হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র মৌসুম অতিবাহিত করেছেন; ইয়ং পিএসভির হয়ে তিনি ৬ ম্যাচে ৪টি গোল করেছেন। একই মৌসুমে, তিনি পিএসভির মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ২০২৩ সালের ২০শে জানুয়ারি তারিখে, প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি মাদুয়েকেকে ৩০.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০২৮ সাল পর্যন্ত এক চুক্তিতে স্বাক্ষর করার ঘোষণা দেয়।[২][৩][৪]

২০১৭ সালে, মাদুয়েক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

চুকুইয়োনোন্সো ত্রিস্তান মাদুয়েক ২০০২ সালের ১০ই মার্চ তারিখে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি নাইজেরীয় বংশোদ্ভূত।[৫]

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

মাদুয়েক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ২৭শে জুলাই তারিখে তিনি স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[৬] তবে তার দল উক্ত প্রতিযোগিতায় গ্রুপ পর্ব হতে বিদায় নিয়েছিল; উক্ত প্রতিযোগিতায় তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৭] তিনি ২০১৯ সালের ২৭শে মার্চ তারিখে ডেনমার্ক অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Noni Madueke"। Chelsea F.C.। ১০ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩ 
  2. Ornstein, David (১৯ জানুয়ারি ২০২৩)। "Chelsea reach Noni Madueke agreement with PSV Eindhoven"The Athletic। ১৯ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩ 
  3. "Chelsea complete Madueke signing"। Chelsea F.C.। ২০ জানুয়ারি ২০২৩। ২০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩ 
  4. "Chelsea complete £30m signing of PSV winger Madueke"। BBC। ২০ জানুয়ারি ২০২৩। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩ 
  5. "PSV complete signing of Madueke"www.psv.nl। ২৯ জুন ২০১৮। ২৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২১ 
  6. "England [U17] » Squad U17 EURO 2019 Irland"ওয়ার্ল্ডফুটবল.নেট (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২১ 
  7. "England MU21 squad named for UEFA U21 Euro Group Stages un Slovenia"দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ মার্চ ২০২১। ৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 
  8. "Denmark U17 vs. England U17 - 27 March 2019 - Soccerway"int.soccerway.com। ৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা