নতুন অঞ্চল (চীনা: 新界; ক্যানটোনীয় ইয়েল: Sān'gaai) হল হংকং-এর তিনটি প্রধান অঞ্চলের মধ্যে একটি, বাকি দুটো হল হংকং দ্বীপ এবং কেওলুন উপদ্বীপ। এটি হংকং-এর ভূখণ্ডের ৮৬.২% গঠন করে। এখানে হংকংয়ের প্রায় অর্ধেক জনগোষ্ঠী রয়েছে। ঐতিহাসিকভাবে, এটি হংকং অঞ্চলের সম্প্রসারণের সম্মেলনে বর্ণিত রয়েছে। এই সম্মেলনের মতে নতুন অঞ্চলটি কেওলুন উপদ্বীপের বাউন্ডারি স্ট্রীটের উত্তরে মূলভূমি এলাকা এবং শাম চুন নদীর দক্ষিণে (যা হংকং এবং চীনের মূলভূখন্ডের মধ্যে সীমানা) অন্তর্ভুক্ত। এতে হংকং অঞ্চলের লান্টাউ দ্বীপ, লামমা দ্বীপ, চেং চাউ এবং পেং চাউসহ ২০০টিরও বেশি দ্বীপপুঞ্জ রয়েছে।

নতুন অঞ্চল
新界
হংকং-এর মধ্যে অবস্থান

হংকং হংকং-এর মধ্যে অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৪′২৫″ উত্তর ১১৪°০৭′১৯″ পূর্ব / ২২.৪০৭° উত্তর ১১৪.১২২° পূর্ব / 22.407; 114.122
আয়তন
 • মোট৯৫২ বর্গকিমি (৩৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৬,৯১,০৯৩
 • জনঘনত্ব৩,৮০১/বর্গকিমি (৯,৮৪৫/বর্গমাইল)
সময় অঞ্চলহংকং সময় (ইউটিসি+০৮:০০)
নতুন অঞ্চল
চীনা 新界
ক্যান্টনীয় উপভাষা ইয়েলSān'gaai
আক্ষরিক অর্থNew Frontier

নতুন অঞ্চল এখন কেবল কেওলুন পর্বতমালার উত্তরভূমি এবং শাম চুন নদীর দক্ষিণে অবস্থিত, পাশাপাশি আউটলাইং আইল্যান্ডগুলোও এর মধ্যে ধরা হয়। এই অঞ্চলের আয়তন ৯৫২ কিমি (৩৬৮ বর্গ মাইল)।[১] তবুও, নিউ কেওলুন, কেওলুনের পরিবর্তে নতুন অঞ্চলের বিধিবদ্ধ অংশ হিসেবে রয়ে গেছে।

১৮৯৮ সালে পিকিংয়ের দ্বিতীয় সম্মেলনে (হংকং টেরিটরি সম্প্রসারণের জন্য সম্মেলন) ৯৯ বছরের জন্য যুক্তরাজ্যকে কিং চীন থেকে নতুন অঞ্চল ইজারা দেওয়া হয়। ইজারা শেষ হওয়ার পর, ১৯৯৭ সালে হংকং দ্বীপ এবং কৌলন উপদ্বীপের অঞ্চলগুলোর সাথে একসঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনকে নতুন অঞ্চলের সার্বভৌমত্ব হস্তান্তর করা হয়।

২০১১ সালে, নতুন অঞ্চলের জনসংখ্যা ৩,৬৯১,০৯৩ রেকর্ড করা হয়েছিল।[২] ২০১১ সালে, জনসংখ্যার ঘনত্ব বর্গ কিলোমিটার প্রতি ৩৮০১ (বর্গ মাইল প্রতি ৯,৮৪৫) ছিল।[৩]

নতুন অঞ্চলের বাটারফ্লাই বে

ইতিহাস সম্পাদনা

নতুন অঞ্চল
চীনা 新界
ক্যান্টনীয় উপভাষা ইয়েলSān'gaai
আক্ষরিক অর্থNew Frontier

নতুন অঞ্চল ইজারা দেওয়া সম্পাদনা

১৮৪২ সালে হংকং দ্বীপকে ব্রিটেনের কাছে হস্তান্তর করা হয়। বাউন্ডারি স্ট্রীটের দক্ষিণ কৌলন এবং স্টোনাকটার্স দ্বীপ ১৮৬০ সালে ব্রিটেনের কাছে হস্তান্তর করা হয়।

কৌলনের বিস্তারিত অঞ্চলকে নতুন অঞ্চল বলা হয়। এই বিস্তারিত অঞ্চলের আয়তন ৩৬৫ বর্গ মাইল (৯৪৫ কিমি) বা বিদ্যমান ঔপনিবেশিক হংকংয়ের আকারের ১২ গুণ ছিল।[৪]

ব্রিটিশ সার্বভৌমত্বের অনুমান সম্পাদনা

যদিও ১৮৯৮ সালের ৯ জুন সম্মেলন স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই কার্যকর হয়, ব্রিটিশরা তাৎক্ষণিকভাবে নতুন অঞ্চল গ্রহণ করেনি।

নতুন হংকং গভর্নর হেনরি ব্ল্যাক ১৮৮২ সালের নভেম্বরে নতুন অঞ্চলে পৌঁছেছিলেন। নতুন অঞ্চল স্থানান্তরের তারিখ ১৭ এপ্রিল ১৮৯৯ স্থির করা হয়েছিল এবং তাই পোকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে স্থানান্তর মসৃণ এবং শান্তিপূর্ণ ছিল না। ১৮৯৯ সালের ছয় দিনের যুদ্ধে তাদের ঐতিহ্যগত ভূমি অধিকারের জন্য ভীত হয়ে, বহুসংখ্যক গোষ্ঠী ব্রিটিশদের প্রতিহত করার চেষ্টা করেছিল, জলদস্যুদের দীর্ঘদিনের ছত্রভঙ্গের বিরুদ্ধে সুরক্ষার জন্য, তারা স্থানীয় সৈন্যবাহিনী[৫] সংগঠিত এবং সশস্ত্র যুদ্ধ করেছিল।

নতুন শহর উন্নয়ন সম্পাদনা

পিআরসিতে সার্বভৌমত্ব স্থানান্তর সম্পাদনা

১৯৮০-এর দশকে লিজের মেয়াদ শেষ হওয়ার আগে, যুক্তরাজ্যগণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে আলোচনাহয়; এরপর চীন-ব্রিটিশ যৌথ ঘোষণাপত্র (১৯৮৪) স্বাক্ষর করা হয়। যার ফলে, শুধুমাত্র নতুন অঞ্চল নয়, সমগ্র হংকংকে চীনের সার্বভৌমত্বে স্থানান্তর করা হবে ঠিক করা হয়।

জেলা সম্পাদনা

নতুন অঞ্চল এ আইন পরিষদ দুইটি ভৌগোলিক এলাকা গঠন করে, যার মধ্যে নয়টি জেলার প্রত্যেকের নিজস্ব জেলা পরিষদ রয়েছে:

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New Territories | region, Hong Kong, China"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২১ 
  2. "2011 Population Census - Fact Sheet for New Territories"www.census2011.gov.hk (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২১ 
  3. "The Evolving Urban Form: Hong Kong | Newgeography.com"www.newgeography.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২১ 
  4. Wiltshire, Trea (1998-10)। Old Hong Kong (ইংরেজি ভাষায়)। FormAsia। আইএসবিএন 9789627283232  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. "Untitled Document"। ২০০৯-১০-২৭। Archived from the original on ২০০৯-১০-২৭। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২১ 

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা