নজরুল ইসলাম (রাজনীতিবিদ)

বাংলাদেশি রাজনীতিবিদ

নজরুল ইসলাম (আনু. ১৯৪২ – ২৮ অক্টোবর ২০১২) বাংলাদেশের ভোলা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি দুইবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

নজরুল ইসলাম
বাকেরগঞ্জ-২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮২
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪২
মৃত্যু২৮ অক্টোবর ২০১২ (বয়স ৭০)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জীবনী সম্পাদনা

নজরুল ইসলাম ১৯৭০ সালে পাকিস্তান গণপরিষদেরসদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ১৯৭৩ সালে বাকেরগঞ্জ-২ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২] এরপর, ১৯৭৯ সালেও তিনি বাকেরগঞ্জ-২ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন।[৩] পরবর্তীতে, ১৯৮৬ সালে তিনি দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

নজরুল ইসলাম ২০১২ সালের ২৮ নভেম্বর ৭০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভোলা-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলামের ইন্তেকাল"বাংলানিউজ২৪.কম। ২৯ নভেম্বর ২০১২। ২৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 
  2. "List of 1st Parliament Members" (PDF)জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  3. "List of 2nd Parliament Members" (পিডিএফ)জাতীয় সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪