নগেন্দ্রনাথ সোম

বাঙালি লেখক

নগেন্দ্রনাথ সোম (১৮৭০ — ১৯৪০) একজন বাঙালি সাহিত্যিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

নগেন্দ্রনাথ হুগলি জেলাচুচুড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহেন্দ্রনাথ সোম। নগেন্দ্রনাথ প্রথম জীবনে আগ্রাপাটনায় কাটান। পাটনা থেকে ওভারসিয়ারি পাশ করে কর্মসূত্রে অনেক জায়গায় ঘোরেন ও শেষে কলকাতা পুরসভার কাজে যোগ দেন।[১]

রচনা সম্পাদনা

নগেন্দ্রনাথ কবিশেখর ও কাব্যালঙ্কার উপাধি পান। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশ হয়েছে। তার উল্লেখযোগ্য বই মাইকেল মধুসূদন দত্তের জীবন অবলম্বনে রচিত মধুস্মৃতি। তার অন্যান্য রচিত গ্রন্থগুলির মধ্যে আছে বারানসী, প্রত্যাবর্তন, পঞ্চপুষ্প, প্রেম ও প্রকৃতি, শ্মশান শয্যা।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রথম খন্ড, বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৩৫। আইএসবিএন 978-8179551356 
  2. "নগেন্দ্রনাথ সোম - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১