ধুলকাপাস (বৈজ্ঞানিক নাম: Appias libythea (Fabricius))[১] এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি যার শরীর ও ডানা ধুলোটে সাদা বা হালকা হলুদ রঙের। এরা ‘পিয়েরিডি’ পরিবারের এবং 'পিয়েরিনি' উপগোত্রের সদস্য।

ধুলকাপাস
(Striped Albatross)
ধুলকাপাস (Striped Albatross)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Pieridae
গণ: Appias
প্রজাতি: A. libythea
দ্বিপদী নাম
Appias libythea
Fabricius, 1775

উপপ্রজাতি

সম্পাদনা

ধুলকাপাসের প্রসারিত অবস্থায় ডানার আকার ৫০-৬০মিলিমিটার দৈর্ঘ্যের হয়। [২]

বিস্তার

সম্পাদনা

সাধারণত এই জাতীয় প্রজাপতিটি শ্রীলঙ্কা, সমগ্র ভারত, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিস্তীর্ন অঞ্চলে দেখা যায়। এদের সাধারণত শুষ্ক পর্ণমোচী অরণ্যে এবং অনুচ্চ ঝোপ জঙ্গলে দেখতে পাওয়া যায়।[৩]

বর্ণনা

সম্পাদনা

বৈশিষ্ট্য

সম্পাদনা
  • ধুলকাপাসের ডিমের মাথার দিকটি মিহি চালের মতো সরু এবং লম্বাটে ধরনের হয়। ডিমের গায়ে লম্বালম্বি শির লক্ষ্য করা যায়। ডিমগুলি কমলা বর্ণের হয়। এরা পাতার ওপর-পিঠে ডিম পাড়ে এবং একই গাছে অনেকগুলো ডিম পাড়ে।

শূককীট

সম্পাদনা
  • শূককীটগুলো হলুদ বর্ণের হয় এবং গায়ে রোঁয়া দেখা যায়। দিন ছয়েক বাদে এদের রঙ সবুজ বর্ণের হয়। সবুজের ওপর লালচে খয়েরি রঙের ছিট দেখা যায়। এরা পাতার মাঝামাঝি বিশ্রামরত অবস্থায় থাকে। এই শূককীট নীল হুড়হুড়ে (Cleome rutidosperma) এবং লাল শিমুল (Bombax ceiba) এছাড়াCapparaceae ও তাদের সমগোত্রীয় কিছু গাছের পাতার রসালো অংশ আহার করে।

মূককীট

সম্পাদনা
  • মূককীটের রঙ ময়লাটে ধুলোমাখা হয় এবং তার ওপর কালো ছিটছিট বিন্দু দেখা যায়। বিরক্ত হলে মূককীটটি শরীর ঝাঁকিয়ে ওঠে।

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দাশগুপ্ত, আদিত্য (২০০৬)। পশ্চিমবঙ্গের প্রজাপ্রতি (১ম সংস্করণ সংস্করণ)। কলকাতা: আনন্দ। পৃষ্ঠা ৬৮। আইএসবিএন 81-7756-558-3 
  2. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। আইএসবিএন 978 019569620 2 
  3. Wynter-Blyth, M.A. (1957). Butterflies of the Indian Region. Bombay Natural History Society, Mumbai, India.

বহিঃসংযোগ

সম্পাদনা