ধুবড়ী মহিলা কলেজ
ধুবরি গার্লস কলেজ আসামের ধুবরিতে অবস্থিত একটি সাধারণ মহিলা ডিগ্রি কলেজ। কলেজটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। [১] এই কলেজটি চারুকলায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদান করে।
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৮৩ |
অধিভুক্তি | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | মুলতুফা বেগম |
অবস্থান | , , |
ওয়েবসাইট | www.dgcollegedhubri.org |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Affiliated College of Gauhati University"। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।