ধীরেন্দ্র দেববর্মা

ধীরেন্দ্র দেববর্মা (জন্ম ২৫ এপ্রিল ১৯৫৪) হলেন একজন ত্রিপুরী ভারতীয় রাজনীতিবিদ এবং ত্রিপুরার আদিবাসী পিপলস ফ্রন্টের সদস্য। তিনি ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইবাজার [১][২][৩] থেকে জিতেছেন। তিনি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য।[৪][৫][৬]

ধীরেন্দ্র দেববর্মা
ত্রিপুরা বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২০১৮ – ২০২৩
পূর্বসূরীমনোরঞ্জন দেববর্মা
উত্তরসূরীস্বপ্না দেববর্মা
সংসদীয় এলাকামান্দাইবাজার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-04-25) ২৫ এপ্রিল ১৯৫৪ (বয়স ৬৯)
রাশিরাম সিপাই পাড়া জিরানিয়া, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "DHIRENDRA DEBBARMA (Winner)"My Neta। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১ 
  2. "Tripura Assembly Election 2018 Winners List: Party-Wise Winning Candidates of BJP, Congress, CPIM" 
  3. "Mandaibazar Election Result 2018"। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১ 
  4. "List of Members of The Tripura Legislative Assembly"Tripura Info। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১ 
  5. "Dhirendra Debbarma"Our Neta। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১ 
  6. "Member of Legislative Assembly"Tripura State Portal Official Portal of Govt. of Tripura