ধার্মাম এঙ্গে
ধার্মাম এঙ্গে (তামিল: தர்மம் எங்கே, অনুবাদ 'ন্যায়বিচার কোথায়') হচ্ছে ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির কাহিনী এবং চিত্রনাট্য লিখেছিলেন এ সি তিরুলোকচন্দ, যিনি চলচ্চিত্রটি পরিচালনাও করেছিলেন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন শিবাজি গণেশন, জয়রাম জয়ললিতা, আর. মুথুরমণ এবং এম এন নম্বিয়ার। সঙ্গীত পরিচালনা করেছিলেন মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন।[১][২][৩]
ধার্মাম এঙ্গে | |
---|---|
পরিচালক | এ সি তিরুলোকচন্দ |
প্রযোজক | পেরিআন্না |
রচয়িতা | শক্তি টি কে কৃষ্ণস্বামী |
চিত্রনাট্যকার | এ সি তিরুলোকচন্দ |
কাহিনিকার | এ সি তিরুলোকচন্দ |
শ্রেষ্ঠাংশে | শিবাজী গণেশন জয়রাম জয়ললিতা |
সুরকার | মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন |
চিত্রগ্রাহক | তাম্বু |
সম্পাদক | বি কন্দস্বামী |
প্রযোজনা কোম্পানি | শান্তি ফিল্মস |
মুক্তি | ১৫ জুলাই ১৯৭২ |
স্থিতিকাল | ১৫১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
অভিনয়ে
সম্পাদনা- শিবাজি গণেশন - রাজাশেখর
- জয়রাম জয়ললিতা - রূপা
- আর. মুথুরমণ - ভূপতি
- কুমারী পদ্মিনী - বাণী
- এম এন নম্বিয়ার - মার্দান
- নাগেশ
প্রযোজনা
সম্পাদনাপুরো চলচ্চিত্রটিই তামিলনাড়ুতে শুটিং হয়েছিলো।[৪]
গানের তালিকা
সম্পাদনাচলচ্চিত্রটির সব গানের সুর করেছিলেন মনয়ঙ্গত সুব্রহ্মণ্যম বিশ্বনাথন।
নং | গান | গায়ক-গায়িকা | গানের কথা |
১ | "সুদানদিরা ভূমিইলে" | টি এম সুন্দররাজন | কন্নদাস |
২ | "ধার্মাম এঙ্গে" | সিরকাড়ি গোবিন্দরাজন, পি সুশীলা | |
৩ | "ভীরাম এন্নুম পাভাই" | টি এম সুন্দররাজন, এল আর ঈশ্বরী | |
৪ | "নাঙ্গু কালামুম" | এল আর ঈশ্বরী, এস জনকী | |
৫ | "পাল্লি আরাইক্কুল ভান্দা" | টি এম সুন্দররাজন, পি সুশীলা |
গ্রহণ
সম্পাদনাচলচ্চিত্রটি ব্যবসাসফলতা পায়নি। অনেকেই বলেন শিবাজি গণেশনের জায়গায় এমজিআর থাকলে ভালো হতো।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dharmam Engey"। spicyonion.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-০২।
- ↑ "Dharmam Engey"। gomolo.com। ২০১৬-০৭-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-০২।
- ↑ "Dharmam Engey"। nadigarthilagam.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-০২।
- ↑ https://www.thehindu.com/news/national/tamil-nadu/%E2%80%98Thane-did-not-spare-even-sand-dunes/article13380769.ece
- ↑ http://www.thehindu.com/entertainment/movies/tamil-classic-films/article19047160.ece
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ধার্মাম এঙ্গে (ইংরেজি)