ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ

ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ (ইংরেজি: Dhamrai Hardinge Government High School and College) ধামরাই, ঢাকা, বাংলাদেশ একটি স্কুলে।[১] [২]

ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ
Dhamrai Hardinge Government High School & College
ঠিকানা
মানচিত্র
Uttarpata


ধামরাই

,
১৩৫০

স্থানাঙ্ক২৩°৫৫′০১″ উত্তর ৯০°১২′৫৯″ পূর্ব / ২৩.৯১৬৯৬° উত্তর ৯০.২১৬৩০° পূর্ব / 23.91696; 90.21630
তথ্য
ধরনব্যক্তিগত
নীতিবাক্যআমাদের বিদ্যাপীঠ, আমাদের অহংকার
প্রতিষ্ঠাকাল১৯১৪ (1914)
প্রতিষ্ঠাতাচার্লস হার্ডিঞ্জ, পেনশর্স্টের ১ম ব্যারন হার্ডিঞ্জ ভারতের প্রাক্তন গভর্নর জেনারেল
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
বিদ্যালয় কোড১৬০৭
ইআইআইএন১০৭৯১৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষজুলেখা বেগম [২০২৩- বর্তমান]
কর্মকর্তা২০
শিক্ষকমণ্ডলী৬৬
শ্রেণী612
লিঙ্গপুরুষ ও মহিলা
শিক্ষার্থী সংখ্যা২৩২৮
ভাষাবাংলা
শিক্ষায়তন৬.০৬ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়াদৌড়, চাকতি নিক্ষেপ, তীর নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ফুটবল, ক্রিকেট ইত্যাদি।
মাস্কটBooks with Rising Sun and Pens
ওয়েবসাইটhttps://dhghsc.com/

ইতিহাস সম্পাদনা

বিদ্যালয়টি 1914 সালে ধামরাই হার্ডিঞ্জ স্কুল নামে প্রতিষ্ঠিত হয়।'.[৩][৪] প্রতিষ্ঠা করেন চার্লস হার্ডিঞ্জ, পেনশর্স্টের ১ম ব্যারন হার্ডিঞ্জ]], প্রাক্তন ভারতের গভর্নর-জেনারেল

2018 সালে স্কুলটি জাতীয়করণ করা হয়.[৫]

শিক্ষাবিদ সম্পাদনা

যদিও এটি অ-সহশিক্ষামূলক, স্কুলটি ছেলে এবং মেয়েদের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রদান করে। সাধারণত, ছেলে এবং মেয়েরা আলাদা শিফটে বিভক্ত হয়। সকাল ও দিন দুই শিফট আছে। ২০১৭ সালে এই স্কুলের ১০০ তম বার্ষিকী পালিত হয়েছিল।


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dhamrai school teacher missing for seven months"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 
  2. https://en.wikipedia.org/wiki/Dhamrai_Hardinge_High_School_and_College
  3. Uddin, Md Ilias (২০১২)। "Dhamrai Upazila"Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh 
  4. University of Calcutta Calendar। University of Calcutta। ১৯১৭। পৃষ্ঠা 392। 
  5. সরকারি হল আরও ২৫ মাধ্যমিক বিদ্যালয়bangla.bdnews24.com। ২৭ সেপ্টেম্বর ২০১৮।