ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ
ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ (ইংরেজি: Dhamrai Hardinge Government High School and College) ধামরাই, ঢাকা, বাংলাদেশ একটি স্কুলে।[১] [২]
ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ Dhamrai Hardinge Government High School & College | |
---|---|
ঠিকানা | |
![]() | |
উত্তরপাড়া ধামরাই , ১৩৫০ | |
স্থানাঙ্ক | ২৩°৫৫′০১″ উত্তর ৯০°১২′৫৯″ পূর্ব / ২৩.৯১৬৯৬° উত্তর ৯০.২১৬৩০° পূর্ব |
তথ্য | |
ধরন | ব্যক্তিগত |
নীতিবাক্য | আমাদের বিদ্যাপীঠ, আমাদের অহংকার |
প্রতিষ্ঠাকাল | ১৯১৪ |
প্রতিষ্ঠাতা | চার্লস হার্ডিঞ্জ, পেনশর্স্টের ১ম ব্যারন হার্ডিঞ্জ ভারতের প্রাক্তন গভর্নর জেনারেল |
বিদ্যালয় বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
বিদ্যালয় কোড | ১৬০৭ |
ইআইআইএন | ১০৭৯১৯ |
অধ্যক্ষ | জুলেখা বেগম [২০২৩- বর্তমান] |
কর্মকর্তা | ২০ |
শিক্ষকমণ্ডলী | ৬৬ |
শ্রেণি | 6–12 |
লিঙ্গ | পুরুষ ও মহিলা |
শিক্ষার্থী সংখ্যা | ২৩২৮ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ৬.০৬ একর |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ক্রীড়া | দৌড়, চাকতি নিক্ষেপ, তীর নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। |
মাস্কট | Books with Rising Sun and Pens |
ওয়েবসাইট | https://dhghsc.com/ |
ইতিহাস
সম্পাদনাবিদ্যালয়টি ১৯১৪ সালে ধামরাই হার্ডিঞ্জ স্কুল নামে প্রতিষ্ঠিত হয়।'.[৩][৪] প্রতিষ্ঠা করেন চার্লস হার্ডিঞ্জ, পেনশর্স্টের ১ম ব্যারন হার্ডিঞ্জ]], প্রাক্তন ভারতের গভর্নর-জেনারেল। ২০১৮ সালে স্কুলটি জাতীয়করণ করা হয়.[৫]
শিক্ষাবিদ
সম্পাদনাযদিও এটি অ-সহশিক্ষামূলক, স্কুলটি ছেলে এবং মেয়েদের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রদান করে। সাধারণত, ছেলে এবং মেয়েরা আলাদা শিফটে বিভক্ত হয়। সকাল ও দিন দুই শিফট আছে। ২০১৭ সালে এই স্কুলের ১০০ তম বার্ষিকী পালিত হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dhamrai school teacher missing for seven months"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২।
- ↑ https://en.wikipedia.org/wiki/Dhamrai_Hardinge_High_School_and_College
- ↑ Uddin, Md Ilias (২০১২)। "Dhamrai Upazila"। Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ University of Calcutta Calendar। University of Calcutta। ১৯১৭। পৃষ্ঠা 392।
- ↑ সরকারি হল আরও ২৫ মাধ্যমিক বিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ সেপ্টেম্বর ২০১৮।