দ্য সাউন্ড অব মিউজিক (চলচ্চিত্র)

(দ্য সাউন্ড অফ মিউজিক (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

দ্য সাউন্ড অব মিউজিক (ইংরেজি ভাষায়: The Sound of Music) ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। রজার্স ও হ্যামারস্টাইন রচিত গীতনাট্য অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন রবার্ট ওয়াইজ এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুলি অ্যান্ড্রুজ। মূল চলচ্চিত্রের রচয়িতাও এই রজার্স ও হ্যামারস্টাইন। তাদের মূল গীতনাট্যের নামও ছিল দ্য সাউন্ড অব মিউজিক। এর চিত্রনাট্য রচনা করেছেন এর্নেস্ট লেহমান।

দ্য সাউন্ড অব মিউজিক
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকরবার্ট ওয়াইজ
প্রযোজকরবার্ট ওয়াইজ
চিত্রনাট্যকারএর্নেস্ট লেহমান
কাহিনিকারমারিয়া ফন ট্রাপ (অনুল্লেখ্য)
উৎসহাওয়ার্ড লিন্ডসেরাসেল ক্রোজ কর্তৃক 
দ্য সাউন্ড অব মিউজিক
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকTed D. McCord
সম্পাদকWilliam H. Reynolds
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক20th Century Fox
মুক্তি
  • ২ মার্চ ১৯৬৫ (1965-03-02) (USA)
স্থিতিকাল১৭৪ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৮.২ মিলিয়ন[১]
আয়$২৮৬.২ মিলিয়ন

কুশীলব সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Solomon 1989, p. 254.

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:রবার্ট ওয়াইজ