দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার

"দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার" (ইংরেজি: The Short Happy Life of Francis Macomber, অনুবাদ 'ফ্রান্সিস ম্যাকম্বারের স্বল্পস্থায়ী সুখী জীবন') হল আর্নেস্ট হেমিংওয়ে রচিত ছোটগল্প। আফ্রিকার পটভূমিতে রচিত বইটি "দ্য স্নোস অব কিলিমাঞ্জারো"-এর সাথে কসমোপলিটান ম্যাগাজিনের ১৯৩৬ সালের সেপ্টম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গল্পটি ১৯৪৭ সালে জোল্টান কর্ডার চলচ্চিত্র দ্য ম্যাকম্বার অ্যাফেয়ার (১৯৪৭)-এ উপযোগ করা হয়েছিল।

প্রকাশনার ইতিহাসসম্পাদনা

"দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার" গল্পটি কসমোপলিটান ম্যাগাজিনের ১৯৩৬ সালের সেপ্টম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং পরে ১৯৩৮ সালে দ্য ফিফথ কলাম অ্যান্ড দ্য ফার্স্ট ফোর্টি-নাইন স্টোরিজ গল্প সংকলনে প্রকাশিত হয়েছিল।[১]

উপযোগকরণসম্পাদনা

"দ্য শর্ট হ্যাপি লাইফ অব ফ্রান্সিস ম্যাকম্বার" গল্পটি ১৯৪৭ সালে জোল্টান কর্ডার চলচ্চিত্র দ্য ম্যাকম্বার অ্যাফেয়ার (১৯৪৭)-এ উপযোগ করা হয়েছিল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন গ্রেগরি পেক, জোন বেনেটরবার্ট প্রেস্টন[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. হার্ট, জেমস ডি.; লেইনিঙ্গার, ফিলিপ ডব্লিউ.। "The Short Happy Life of Francis Macomber"এনসাইক্লোপিডিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯ 
  2. ক্রাউদার, বসলি (২১ এপ্রিল ১৯৪৭)। "' The Macomber Affair,' a Film With Joan Bennett, Gregory Peck and Robert Preston, Has Premiere at Globe Theatre"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯ 

বহিঃসংযোগসম্পাদনা