দ্য রোগ প্রিন্স

জর্জ আর. আর. মার্টিনের ২০১৪ সালের উপন্যাসিকা

দ্য রোগ প্রিন্স (ইংরেজি: The Rogue Prince, অনুবাদ'উদ্ধত রাজপুত্র'), অথবা, আ কিংস ব্রাদার (ইংরেজি: A King's Brother, অনুবাদ'রাজার ভাই') জর্জ আর. আর. মার্টিন রচিত কাল্পনিক মহাকাব্যিক উপন্যাসিকা। এটি ২০১৪ সালে ব্যান্টাম স্পেক্ট্রার সংকলন রোগস-এ প্রকাশিত হয়।[১][২] এটি মার্টিনের আ সং অব আইস অ্যান্ড ফায়ার উপন্যাস ধারাবাহিকের ওয়েস্টরস মহাদেশের পটভূমিতে এবং আ গেম অব থ্রোনস (১৯৯৬)-এর ঘটনাবলির ১০০ বছর পূর্বে রাজা ১ম ভিসেরিস টারগেরিয়ানের রাজত্বকালে বর্ণিত।

দ্য রোগ প্রিন্স, বা, আ কিংস ব্রাদার
লেখকজর্জ আর. আর. মার্টিন
মূল শিরোনামইংরেজি: The Rogue Prince, or, a King's Brother
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধারাবাহিকআ সং অব আইস অ্যান্ড ফায়ার
ধরনকাল্পনিক
প্রকাশকব্যান্টাম স্পেক্ট্রা
প্রকাশনার তারিখ
১৭ জুন ২০১৪
পূর্ববর্তী বইদ্য প্রিন্সেস অ্যান্ড দ্য কুইন 
পরবর্তী বইদ্য সন্স অব দ্য ড্রাগন 

দ্য রোগ প্রিন্স মার্টিনের পূর্ববর্তী উপন্যাসিকা দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য কুইন (২০১৩)-এর পূর্ববর্তী পর্ব এবং তার পিতামহ ১ম জ্যাহ্যারিস টারগেরিয়ানের মৃত্যুর পর থেকে ১ম ভিসেরিসের রাজত্বকাল ও তার মৃত্যু পর্যন্ত সময়কালের ঘটনা বর্ণনা করে। এতে ভিসেরিস ও তার সুদক্ষ কিন্তু বেখেয়ালি ছোট ভাই ড্যামনের জটিল সম্পর্ককে তুলে ধরে। ভিসেরিস তাকে বাদ দিয়ে তার প্রথম ঘরের কন্যা র‍্যানিরাকে সিংহাসনের উত্তরাধিকার করে, যার ফলে টারগেরিয়ানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যা দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য কুইন উপন্যাসিকায় উপস্থাপন করা হয়।

উপন্যাসিকাটিতে কাল্পনিক ঐতিহাসিক আর্চমাস্টার গাইল্ডেইনের লেখনী হিসেবে উপস্থাপন করা হয়, যিনি মার্টিনের ২০১৩ সালের উপন্যাসিকা দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য কুইন-এরও লেখক ছিলেন।[১][২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মার্টিন, জর্জ আর. আর. (১২ মার্চ ২০১৪)। "Not a Blog: The Rogues Are Coming..."। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২ – জিআরআরএম.লাইভজার্নাল.কম-এর মাধ্যমে। 
  2. রাইহার, অ্যান্ড্রেয়া (১৬ মার্চ ২০১৪)। "George R.R. Martin announces new Game of Thrones prequel short story, The Rogue Prince, or, the King's Brother"জ্যাপটুইট.কম। ১৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা