দ্য মজলিস

মজলিসুল উলামা দক্ষিণ আফ্রিকার প্রকাশিত একটি মাসিক ইসলামি পত্রিকা

দ্য মজলিস: ভয়েস অব ইসলাম (ইংরেজি: The Majlis: Voice of Islam) দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত একটি অতিরক্ষণশীল মাসিক ইসলামি পত্রিকা।[] ১৯৭৬ সালে দেওবন্দি আলেম আহমদ সাদেক দেসাই এটি প্রতিষ্ঠা করেন। মজলিসুল উলামা দক্ষিণ আফ্রিকা এটি প্রকাশ করে থাকে।[]

দ্য মজলিস  
খণ্ড-১৮, ১২তম সংখ্যার প্রচ্ছদ
ভাষাইংরেজি
সম্পাদকআহমদ সাদেক দেসাই
প্রকাশনা বিবরণ
প্রকাশক
সূচীকরণ
ওসিএলসি নং42003669
সংযোগ

বর্ণনা

সম্পাদনা

নেলসন ম্যান্ডেলার মুক্তির পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের আগে দেসাই ৭টি নিবন্ধের একটি সিরিজ প্রকাশ করেন যেখানে তিনি কঠোর ভাষায় গণতান্ত্রিক রাজনীতির সমালোচনা করেছেন। তিনি ইসহাক ফরিদের মত আধুনিক গণতান্ত্রিক মতবাদের সমর্থক পণ্ডিতদের সরাসরি আক্রমণ করেন। তার মতে মুসলমানদের নাস্তিক, সেকুলারদের "কুফফার পলিটিক্স"-এ জড়ানো উচিত নয়।[] তিনি দক্ষিণ আফ্রিকায় মসজিদে ইমামতি করতে যাওয়া আমিনা ওয়াদুদকে মুরতাদ ফতোয়া দেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হারুন, মুহাম্মদ। "Maulana Ahmad Sadeq Desai and His Majlis: An Ultra-Conservative Voice in the Eastern Cape Wilderness" [মাওলানা আহমদ সাদেক দেসাই এবং তাঁর মজলিস: পশ্চিম কেপের একটি অতি-রক্ষণশীল কণ্ঠ] (পিডিএফ)হিউম্যানিটিজ। দক্ষিণ আফ্রিকা: কেপ টাউন বিশ্ববিদ্যালয়। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  2. ইনগ্রাম, ব্রানন ডি. (২০১৮)। Revival from Below: The Deoband Movement and Global Islam [নীচে থেকে পুনরুজ্জীবন: দেওবন্দ আন্দোলন এবং বৈশ্বিক ইসলাম] (ইংরেজি ভাষায়)। যুক্তরাষ্ট্র: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১৯৬। আইএসবিএন 978-0-520-97013-7 
  3. আস্ক, কারিন; জোমসল্যান্ড, মারিট (২০২১)। Women and Islamization: Contemporary Dimensions of Discourse on Gender Relations [নারী ও ইসলামিকরণ: লিঙ্গ সম্পর্কের বিষয়ে আলোচনার সমসাময়িক মাত্রা] (ইংরেজি ভাষায়)। রাউটলেজআইএসবিএন 978-1-000-32394-8 

বহিঃসংযোগ

সম্পাদনা