দ্য চার্লেভিল টাইমস

দ্য চার্লেভিল টাইমস ১৮৮৩ সালের ২৫ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের চার্লেভিল হতে প্রকাশিত একটি ইংরেজি ভাষার সংবাদপত্র[১]

৬ জুন ১৮৯৬ তারিখে প্রকাশিত দ্য চার্লেভিল টাইমসের প্রথম পৃষ্ঠা।

ইতিহাস

সম্পাদনা

দ্য চার্লেভিল টাইমস প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৮৩ সালের বড়দিনে। এটি রিচার্ড বয়েড এচলিনের সম্পাদনায় মুদ্রিত ও চার্লেভিল টাইমস প্রিন্টিং কোম্পানির জন্য প্রকাশিত হয়েছিল। এবং ১৯৬১ সালে এটি কুইন্সল্যান্ডের মিচেল ভিত্তিক মারানোয়া নিউজ কিনে নেয়। পরে এটি ওয়েস্টার্ন টাইমসে পরিণত হয়।[১]

ডিজিটাল মাধ্যমে

সম্পাদনা

অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরির অস্ট্রেলিয়ান নিউজপেপারস ডিজিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে দ্য চার্লেভিল টাইমস কে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হয়েছে, পত্রিকাটি ট্রোভ -নামক লাইব্রেরি চাহিদা সেবায় উপলব্ধ আছে।[২][৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Charleville Times"। National Library of Australia। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪ 
  2. "Newspaper and magazine titles"। Trove। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪ 
  3. "Newspaper Digitisation Program"। Trove। ২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪