দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি
দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি (ইংরেজি ভাষায়: The Good, the Bad and the Ugly; ইতালীয় ভাষায়: l buono, il brutto, il cattivo) সের্জিও লেওনে পরিচালিত ইতালীয় ওয়েস্টার্ন চলচ্চিত্র যা ১৯৬৬ সালে মুক্তি পায়। ছবির প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন ক্লিন্ট ইস্টউড, লি ভেন ক্লীফ এবং এলি ওয়ালস। এটি সের্জিও লেওনে পরিচালিত "ডলার ত্রয়ী" সিরিজের তৃতীয় চলচ্চিত্র।[৩] আ ফিস্টফুল অফ ডলার্স (১৯৬৪), ফর আ ফিউ ডলার্স মোর (১৯৬৫) এবং দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি (১৯৬৬) এই তিনটি ছবিকে একত্রে "ডলার ত্রয়ী" বলা হয়।
দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি | |
---|---|
![]() ইউএসএ-তে মুক্তিপ্রাপ্ত পোষ্টার | |
পরিচালক | সের্জিও লেওনে |
প্রযোজক | অ্যালবার্টো গ্রিমাদী |
চিত্রনাট্যকার | এইজ এণ্ড স্কারপিল্লাই সের্জিও লেওনে লুসিয়ানু ভিনসেনজনী |
কাহিনিকার | সের্জিও লেওনে লুসিয়ানু ভিনসেনজনী |
শ্রেষ্ঠাংশে | ক্লিন্ট ইস্টউড লি ভেন ক্লীফ এলি ওয়ালস |
সুরকার | এনিও মরিকনী |
চিত্রগ্রাহক | টনিনু দিল্লী কল্লী |
সম্পাদক | এগিনীও আলবিসু নিনু বারাজলী |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্টস |
মুক্তি | ১৫ ডিসেম্বর, ১৯৬৬ (ইতালি) |
স্থিতিকাল | ১৭৭ মিনিট |
দেশ | ইতালি |
ভাষা | ইতালীয় ইংরেজি |
নির্মাণব্যয় | $১.২ মিলিয়ন[১] |
আয় | $২৫,১০০,০০০[২] (domestic) |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাএঞ্জেল আই (ব্যাড) হন্যে হয়ে খুঁজছে বিল কারসেন ওরফে জ্যাকসনকে, যে জানে বহুমূল্য কনফেডারেট সোনার মুদ্রা কোথায় লুকানো আছে। নিষ্ঠুর এঞ্জেল আই সোনার জন্যে একাধিক নরহত্যা করেছে। আসলে যারা তাকে ভয়ে বা সোনার লোভে সাহায্য করছে তাদেরই সে হত্যা করেছে অসহায়ভাবে। অন্যদিকে তাড়া খাওয়া আউটল টুকো (আগলি) কে নামহীন আগন্তুক ব্লণ্ডি (গুড) বাঁচায় বাউন্টি হান্টারদের থেকে। যদিও তাদের বন্ধুত্ব হয় সাময়িক। টুকোকে ধরিয়ে দিয়ে পুরস্কারের টাকা নিয়ে ব্লন্ডি নিখুঁত লক্ষ্যে গুলি করে টুকোর ফাঁসির দড়ি কাটতে থাকে বারবার। এভাবেই চলে তাদের রোজকার। কিন্তু একবার মতবিরোধের ফলে ব্লন্ডি টুকোকে শহর থেকে অনেক দূরে নির্জন এলাকায় ফেলে চলে আসে। টুকো কুৎসিত গালাগালি করে ও প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। কোনোরকমে সেখান থেকে ফিরে সে একটি অস্ত্রের দোকান থেকে অস্ত্র ছিনতাই করে। বহুবার চেষ্টার পরে ব্লন্ডিকে বেকায়দায় পেয়ে টুকো তাকে বন্দী করে হাঁটিয়ে নিয়ে যায় মরুভূমির ভেতর তীব্র রোদে। আগলি ওরফে টুকো একসময় নির্জন মরুভূমির ভেতর ব্লন্ডিকে হত্যা করতে যাওয়ার মুহুর্তেই নাটকীয় ভাবে সন্ধান পায় কারসেনের। একটি স্টেজগাড়ির ভেতরে আহত কারসেনকে পাওয়া যায়। কারসেন মৃত্যুর আগের মুহুর্তে জানিয়ে যেতে পারে ব্লন্ডিকে ঠিক কোন কবরের নিচে লুকানো আছে সেই সম্পদ। মৃতপ্রায় ব্লণ্ডিকে আবার শুশ্রূষা করতে থাকে টুকো, সোনার লোভে। দুজনে আবার সোনার খোঁজে বের হলে এঞ্জেল আই এর সেনাদের হাতে তারা অর্থাৎ টুকো ও ব্লন্ডি ধরা পড়ে। টুকোকে অত্যাচার করে কবরখানার সন্ধান পেলেও কবরের নাম বা নাম্বার জানতে পারেনা কারণ সেটা জানে একমাত্র ব্লন্ডিই। অগত্যা এঞ্জেল আই ব্লন্ডিকে সাথে নিয়ে অভিযানে বেরোয়। টুকো সেনার হাত ফসকে পালিয়ে যোগ দেয় ব্লন্ডির সাথে। এবং যখন নির্দিষ্ট কবরের সামনে দুজনে মুখোমুখি হয় তখন তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হয়েছে এঞ্জেল আই। শুরু হয় থ্রি মেন ডুয়েল।
চরিত্রসমূহ
সম্পাদনা- ক্লিন্ট ইস্টউড - নামবিহীন ব্যক্তি (দ্য গুড)
- লি ভেন ক্লীফ - এন্জেল আই (দ্য ব্যাড)
- এলি ওয়ালস - টুকো (দি আগলি)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Good, the Bad and the Ugly, Box Office Information"। The Numbers। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 21-01.2013। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ Boxofficemojo.com
- ↑ http://www.boxofficemojo.com/movies/?id=goodbadandugly.htm
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি (ইংরেজি)
- অলমুভিতে The Good, the Bad and the Ugly (ইংরেজি)
- মেটাক্রিটিকে দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি (ইংরেজি)
- The Good, the Bad, and the Ugly Book
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
{{ডলার ত্রয়ী}}