দ্য কালার পার্পল (চলচ্চিত্র)
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন চলচ্চিত্র
দ্য কালার পার্পল (ইংরেজি ভাষায়: The Color Purple) ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ইংরেজি ভাষার মার্কিন চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। এলিস ওয়াকারের পুলিৎজার পুরস্কার বিজয়ী উপন্যাস দ্য কালার পার্পল অবলম্বনে নির্মিত হয়েছে এটি। কেলি নামের একটি নবীন আফ্রিকান-মার্কিন মেয়ের জীবনী ফুটিয়ে তোলার মাধ্যমে এতে বিংশ শতকের একেবারে প্রথম দিকে আফ্রিকান-মার্কিনদের মেয়েদের জীবনের সামগ্রিক অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে। দারিদ্র্য, বর্ণবাদ এবং লিঙ্গ বৈষম্য এই ছবির মূল প্রতিপাদ্য। দু'জন শক্তিশালী নারী সঙ্গীর সহায়তায় একসময় কেলির চরিত্রেও পরিবর্তন আসে, সে স্বনির্ভর ও শক্তিশালী হয়ে উঠে।
দ্য কালার পার্পল | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চিত্রশিল্পী জন অ্যালভিন কর্তৃক চিত্রিত পোস্টার | |
পরিচালক | স্টিভেন স্পিলবার্গ |
প্রযোজক | |
চিত্রনাট্যকার | মেনো মেইজেস |
উৎস | অ্যালিস ওয়াকার কর্তৃক দ্য কালার পার্পল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | কুন্সি জোন্স |
চিত্রগ্রাহক | অ্যালেন ডেভিউরু |
সম্পাদক | মাইকেল কান |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়ার্নার ব্রোস |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫৩ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৫ মিলিয়ন |
আয় | $১৪২ মিলিয়ন |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "THE COLOR PURPLE (15)"। British Board of Film Classification। এপ্রিল ১০, ১৯৮৬। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৬।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিউক্তিতে দ্য কালার পার্পল (চলচ্চিত্র) সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য কালার পার্পল (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে The Color Purple (ইংরেজি)
- রজার ইবার্টের রিভিউ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ অক্টোবর ২০১২ তারিখে (তিনি একে ৪-এর মধ্যে ৪ তারকাই দিয়েছেন)