দ্যা আহমাদী টাঙ্গাইলে প্রকাশিত একটি ঐতিহাসিক ম্যাগাজিন ছিল।[]

ইতিহাস

সম্পাদনা

আহমাদী প্রথম প্রকাশিত ১৮৮৬ সালে। এটি করিমুন্নেসা খানম চৌধুরানী আর্থিকভাবে সহায়তা করেন। এবং আব্দুল হামিদ খান ইউসুফজাই সম্পাদনা করেন। করিমুন্নেসা খানম চৌধুরানী ছিলেন দালদুয়ারের জমিদার আবদুল হালিম খান গজনীর স্ত্রী। এটি দেলদুয়ার উপজেলা, টাঙ্গাইল থেকে প্রকাশিত হত এবং প্রায়শই টাঙ্গাইল ভিত্তিক সমসাময়িক আকবারে ইসলামিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করে। দালদুয়ার জমিদারি এস্টেটের ম্যানেজার মীর মশাররফ হোসেন প্রায়ই আহমদিতে লিখতেন। পত্রিকাটি ধর্ম, রাজনীতি, এবং সামাজিক ঘটনা সম্পর্কে লেখা হত। ১৮৮৮ সালে এর নামকরণ করা হয় আহমাদী ও নবরত্ন।[][][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ওয়াকিল আহমদ (২০১২)। "আহমদী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. Ray, Nisith Ranjan; Roy, Ranjit K. (১৯৯১)। Bengal, Yesterday and Today: A Collection of Eight Essays on the Nineteenth and Twentieth Century (ইংরেজি ভাষায়)। Papyrus। পৃষ্ঠা ৭–৯। 
  3. Sarkar, Chandiprasad (১৯৯১)। The Bengali Muslims: A Study in Their Politicization, 1912-1929 (ইংরেজি ভাষায়)। K.P. Bagchi & Company। পৃষ্ঠা ১২। আইএসবিএন 978-81-7074-096-4 
  4. Ray, Bharati; Ray, Pro-Vice-Chancellor for Academic Affairs and Director of the Women's Studies Research Center Bharati (২০০২)। Early Feminists of Colonial India: Sarala Devi Chaudhurani and Rokeya Sakhawat Hossain (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা ১৮। আইএসবিএন 978-0-19-565697-8